Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 6th June 2022
Press Release

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ICT: A Foreign Policy Tool শীর্ষক মতবিনিময় সভা আয়োজিত

ঢাকা, ০৬ জুন ২০২২:

 

গত ০৬ জুন ২০২২ তারিখে পররাষ্ট্র মন্ত্রণালয়ের MoFA Telegram সিরিজের প্রথম সেমিনার - "ICT: A Foreign Policy Tool" শীর্ষক মতবিনিময় সভা আয়োজন করা হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস। এই মতবিনিময় সভায় ভারত, ব্রুনাই, জর্ডান, চীন, ইরান ও ভুটানে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূতগণ সহ পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদেশস্থ বাংলাদেশ দূতাবাস সমূহের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। এই সভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মিজ মাশফি বিনতে শামস মন্ত্রণালয়েরই-কূটনীতি সংক্রান্ত কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন। প্রধান বক্তা তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, পররাষ্ট্র মন্ত্রণালয় সদর দপ্তর ও বিদেশস্থ বাংলাদেশ দূতাবাস সমূহে ডি-নথি চালুকরণ, ডিজিটাল আর্কাইভ তৈরি, গভর্মেন্ট রিসোর্স প্লানিং (জিআরপি) চালুকরণ, ইনোভেশন সেন্টার স্থাপন, কনস্যুলার সেবা সম্পূর্ণরূপে ডিজিটাল করণসহ জনগণকে সেবা প্রদান আরও সহজীকরণ এবং পরিবর্তিত বিশ্বায়নের সাথে তাল রেখে কূটনৈতিক কার্যক্রম নিশ্চিত করণের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। প্রধান বক্তা তাঁর বক্তব্যে আরও উল্লেখ করেন যে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর নেতৃত্বে বাংলাদেশ সরকার ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করে চলেছে এবং সরকারি কাজে আইসিটির ব্যবহার এই লক্ষ্যমাত্রা অর্জনে বিপুল ভূমিকা রয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ অগ্রসর মান টেকনোলজি যথা ফিনটেক, ব্লকচেইন, মেশিংলার্নিং, কৃত্রিম বুদ্ধিমত্তা ইত্যাদি বিষয়ে সম্মিলিত ভাবে কাজ করবে। সভায় উপস্থিত রাষ্ট্রদূতবৃন্দসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সংশ্লিষ্ট বিষয়ে তাঁদের মতামত ব্যক্ত করেন। সকলের অংশগ্রহণে সভাটি প্রাণবন্তভাবে সম্পন্ন হয়। 

2022-06-06
Download