Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 24th February 2021
Press Release

নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এবং কুইন্স পাবলিক লাইব্রেরী’র যৌথ উদ্যোগে “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১” এর ভার্চুয়াল উদযাপন

২২ ফেব্রুয়ারি ২০২১:

 

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল,নিউইয়র্ক এবং ‍কুইন্স পাবলিক লাইব্রেরী’র যৌথ উদ্যোগে আজ সোমবার, ২২ ফেব্রুয়ারি ২০২১ স্থানীয় সময় দুপুর ১২টা হতে ১টা পর্যন্ত ভার্চুয়ালী “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১” উদযাপন করা হয়। ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং অমর একুশের চেতনা নিউইয়র্কের মূলধারায় সুপরিচিত করার প্রয়াসে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নিজস্ব ভাষা ও সংস্কৃতির সম্মিলনে এই আন্তর্জাতিক দিবসটিউদযাপিত হয়। এ বছরের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতিপাদ্য ছিল “অর্ন্তভূক্তিমূলক শিক্ষা ও সামাজিক ব্যবস্থার জন্য বহুভাষা ভিত্তিক চর্চা”।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা এবং কুইন্স পাবলিক লাইব্রেরীর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডেনিস এম. ওয়ালকট। কনসাল জেনারেল মহান ভাষা আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর অনবদ্য সাংগঠনিক এবং রাজনৈতিক নেতৃত্বের কথা সশ্রদ্ধ চিত্তে স্মরণ করেন এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষায় ও বাংলা ভাষাকে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠায় তাঁর অসামান্য অবদান এবং নেতৃত্বের প্রতি সম্মান জানিয়ে মুজিব বর্ষের থিম সং সম্প্রচারের মাধ্যমে অনুষ্ঠানশুরুকরেন।

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ড. এ.কে. আব্দুল মোমেন,এমপি নিউইয়র্কসহ বিশ্বের সকল বাংলা ভাষাভাষী এবং অন্যান্য ভাষাভাষীদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানান এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের অদম্য অগ্রযাত্রার কথা তুলে ধরেন।এছাড়া, মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী’র সন্ধিক্ষণে তিনি ভাষা আন্দোলনসহ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে প্রতিটি আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এরনেতৃত্বের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি যুক্তরাষ্ট্রের নির্বাচিত জনপ্রতিনিধিদের এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান।

 

মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব মোঃ শাহরিয়ার আলম,এমপি, যুক্তরাষ্ট্রের কংগ্রেসওমেন গ্রেস মেং, নিউইয়র্ক স্টেট সিনেটর জন সি. ল্যু, বাংলাদেশী-আমেরিকান জর্জিয়ার স্টেট সিনেটর শেখ রহমান,এ্যাসেম্বলীওমেন ক্যাটালিনা ক্র–জ এবং কুইন্স বোরো প্রেসিডেন্ট ডোনাভান রিচার্ডস গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধিসহ১১টি দেশের (বাংলাদেশ, কলাম্বিয়া, কোট দ্য আইভরি, চেক রিপাবলিক, এস্তোনিয়া, ভারত, পেরু, সিংগাপুর, সুইডেন, সুইজারল্যান্ড এবং থাইল্যান্ড) রাষ্ট্রদূত/কনসাল জেনারেলএবং অন্যান্যগন্যমান্য ব্যক্তিবর্গ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

 

বাংলাদেশের ইতিহাসে এই দিবসটির তাৎপর্য এবং ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অনস্বীকার্য অবদান ও নেতৃত্বের বিষয়টি তুলে ধরেনজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ও সাবেক মুখ্যসচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী।

 

পৃথিবীর সকল ভাষাকে সম্মান জানাতে এ অনুষ্ঠানে নিউইয়র্কস্থ বাংলাদেশ কমিউনিটিসহ এস্তোনিয়া, বুলগেরিয়া, ভুটান, পেরু এবং থাইল্যান্ড-এর শিল্পীরা তাদের নিজস্ব ভাষায় সাংস্কৃতিক পরিবেশনা করেন।   

 

উল্লেখ্য, বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক ও ‍কুইন্স পাবলিক লাইব্রেরী যৌথউদ্যোগে ২০১৯ সাল থেকে প্রতিবছর বিভিন্ন ভাষা ও সংস্কৃতির প্রবাসী/কমিউনিটির সদস্যবৃন্দ এবং কুইন্স এর নির্বাচিত জনপ্রতিনিধিদের অংশগ্রহণে বিপুল সমারোহে এ দিবসটি উদযাপন করে আসছে, যা কুইন্স এর মূলধারায় ইতোমধ্যে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী’র মাহেন্দ্রক্ষণে অনুষ্ঠিত অমর একুশের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটিতে সপরিবারে বাংলাদেশী-আমেরিকান নাগরিকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, নতুন প্রজন্ম, কমিউনিটি সদস্যসহ দেশ-বিদেশের বিপুল সংখ্যক দর্শক-শ্রোতাভার্চুয়ালী অংশগ্রহণ করেন।

2021-02-22
Download