Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 27th July 2023
Press Release

শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষ্যে ম্যানচেষ্টারে ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন

 

ম্যানচেষ্টার, ২৬ জুলাই ২০২৩:

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪-তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তার স্মরণে প্রথমবারের মতো ম্যানচেষ্টারে একটি ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করা হয়। আবহনী হকি ক্লাবের সাবেক অধিনায়ক মিজানুর রহমান (মিজান) এর আয়োজনে এবং বাংলাদেশ সহকারী হাই-কমিশনের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতায় ম্যানচেষ্টারসহ লীডস, লিভারপুল, বার্নলী, ব্রাডফোর্ড ও অন্যান্য শহর থেকে অনেক আগ্রহী ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। স্বত:স্ফূর্ত অংশগ্রহণে এই প্রতিযোগিতাটি একটি উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হয়।

 

উদ্ভোধনকালে সহকারী হাই-কমিশনার কাজী জিয়াউল হাসান প্রথমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে উল্লেখ করেন যে, মাত্র ২৩ বছর বয়সে দেশের অন্যতম ক্রীড়া ও সংস্কৃতিক সংগঠকে পরিণত হয়ে শেখ কামাল বাংলাদেশের তরুনদের জন্য একটি প্রেরণার উৎস হয়ে উঠেছিলেন। আবাহনী ক্রীড়া চক্র ও ঢাকা থিয়েটার প্রতিষ্ঠার মাধ্যমে তার নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতা সন্দেহাতীতভাবে প্রমানিত হয়েছিল। তিনি আরো উল্লেখ করেন যে, ক্রীড়া কার্যক্রম আয়োজনের মাধ্যমে শেখ কামালের জীবন, নেতৃত্ব এবং দর্শন বর্তমান প্রজম্মের বৃটিশ-বাংলাদেশীদের মাঝে আরো নিবিড়ভাবে ছড়িয়ে দেয়া প্রয়োজন। তিনি আজকের এই প্রচেষ্টার জন্য আয়োজকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

আয়োজকরা প্রথমবারের মতো এই প্রতিযোগিতা আয়োজন করতে পেরে সকল অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে আরো বড়ো পরিসরে এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের ব্যাপারে তাদের প্রত্যয় ব্যক্ত করেন।

2023-07-26
Download