০৫ আগস্ট ২০২২, বন্দর সেরি বেগাওয়ান
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহিদ ক্যাপ্টেন শেখ কামাল-এর ৭৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ব্রুনাই দারুসসালামে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন অফিস প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ হাইকমিশনার নাহিদা রহমান সুমনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান, যাদের অধিকাংশই ছিলেন বাংলাদেশ কমিউনিটির সদস্য। শহিদ ক্যাপ্টেন শেখ কামাল-এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন হাইকমিশনার, অন্যান্য কর্মকর্তা এবং বাংলাদেশ কমিউনিটির সদস্যগন। শহিদ ক্যাপ্টেন শেখ কামাল-এর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব, শহিদ ক্যাপ্টেন শেখ কামাল ও অন্যান্য শহিদের জন্য পবিত্র কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাত করা হয়। এরপর বিশেষ এই দিনটি উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত বানী সকলের উদ্দেশ্যে পাঠ করে শোনান হাইকমিশনার। শহিদ ক্যাপ্টেন শেখ কামাল-এর উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র বড় স্ক্রিনে প্রদর্শিত হয়, যার মাধ্যমে শহিদ ক্যাপ্টেন শেখ কামাল সম্পর্কে সবাই আরো সম্যক ও গভীর ধারণা লাভ করে এবং অনুপ্রাণিত হয়।
বাংলাদেশ হাইকমিশনার শহিদ ক্যাপ্টেন শেখ কামাল-কে বহু গুনে গুনান্বিত এক অসামান্য ব্যক্তিত্ব হিসেবে অভিহিত করেন এবং খেলাধূলা, সঙ্গীত, অভিনয়, বক্তৃতায় পারদর্শীতাসহ ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে তাঁর প্রতিভার স্বাক্ষর বহন ও অবাধ বিচরণ তাকে এক অনন্য উচ্চতায় আসীন করেছে মর্মে মন্তব্য করেন। তাঁর শিক্ষা জীবন, মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ ও বিবাহিত জীবন সম্পর্কেও বাংলাদেশ হাইকমিশনার সবাইকে অবহিত করেন। বাংলাদেশ হাইকমিশনার সবাইকে আবেগঘন কন্ঠে জানান যে, ১৯৭৫ সালের ১৫ আগস্ট নারকীয় হত্যাযজ্ঞে শহিদ ক্যাপ্টেন শেখ কামাল-এর জীবনাবসানের কারণে গোটা জাতি একজন সুযোগ্য, দক্ষ ও মানবিক নেতাকে হারিয়েছে, যার অভাব কখনো পুর্ণ হবেনা। তিনি সবাইকে শহিদ ক্যাপ্টেন শেখ কামাল-এর নিকট হতে শিক্ষা ও অনুপ্রেরণা লাভের জন্য এবং তাঁর বিশিষ্ট ও মানবিক গুণাবলীকে ধারণ করার জন্য আহ্বান জানান। অন্যদিকে বাংলাদেশ কমিউনিটির সদস্য জনাব নুরুজ্জামান শহিদ ক্যাপ্টেন শেখ কামাল-এর জীবনের নানাবিধ দিক ও তাঁর অসাধারণ ও উল্লেখযোগ্য গুনাবলী সম্পর্কে আলোকপাত করেন।