Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 22nd October 2023
Press Release

বাংলাদেশ দূতাবাস, জাকার্তায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল-এঁর জন্মদিন স্মরণে ‘শেখ রাসেল দিবস- ২০২৩’ পালন এবং এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত

 

জাকার্তা, ২১ অক্টোবর ২০২৩:

 

বাংলাদেশ দূতাবাস, জাকার্তায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল-এঁর ৬০তম জন্মদিন স্মরণে ‘শেখ রাসেল দিবস’ আজ ২১ অক্টোবর, ২০২৩ জনাব মোঃ সাজেবুর রহমান, চার্জ দ্য অ্যাফেয়ার্স-এর সভাপতিত্বে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

 

শেখ রাসেল-এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর পবিত্র কোরআন হতে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের প্রথম পর্যায় শুরু করা হয়। শেখ রাসেল দিবসের থিমসং পরিবেশন করার পর মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত বাণী পাঠ করে শোনানো হয়। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল স্মরণে প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এরপর শেখ রাসেল দিবস উপলক্ষ্যে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে ইন্দোনেশিয়া সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, মানবাধিকার কর্মী, আন্তর্জাতিক কলামিস্ট ও সম্পাদকসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, ইন্দোনেশিয়াস্থ বাংলাদেশ কমিউটির সদস্যগণ এবং দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

 

অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ের শেখ রাসেল দিবস’ উপলক্ষ্যে এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের প্যানেল আলোচক হিসেবে Ms. Humaira Ayesha Khan, Cofounder of Reading is fun & The Learning Castle Indonesia, Mr. Veeramalla Anjaiah, Senior Research Fellow, Center for Southeast Asian Studies (CSEAS) Jakarta and Reporter, Kompasiana, Ms. Dwi Rubiyanti Kholifah, Country Representative, The Asian Muslim Action Network (AMAN), Dr. Lukman Nul Hakim, Lecturer, Universitas Islam Internasional Indonesia, Prof. Dr. Bob Iskandar, Observer of International Issues and Management Consultant, Indonesian Journalist Association, Mr. Nahar, S.H., M.Si, Deputy Minister for Specific Child Protection, Ministry of Women’s Empowerment and Child Protection Republic of Indonesia তাদের বক্তব্য উপস্থাপন করেন। উক্ত সেমিনারে সঞ্চালন করেন চার্জ দ্য অ্যাফেয়ার্স মোঃ সাজেবুর রহমান। সেমিনারে বক্তাগণ শেখ রাসেলের হত্যাকান্ডকে একটি জঘন্য হত্যাকান্ড ও মানবাধিকার চরম লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন এবং সমস্ত বিশ্বের শিশুদের প্রতি সহিংসতা রোধে সকলে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলসহ সকল শহিদের আত্মার কামনা ও দেশ ও জাতির শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

 

পরিশেষে অনুষ্ঠানে যোগদানকৃত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে চার্জ দ্য অ্যাফেয়ার্স অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানের শেষে নৈশভোজের আয়োজন করা হয়।    

2023-10-21
Download