Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 18th February 2021
Press Release

তরুন কর্মকর্তাদের ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হতে বললেন পররাষ্ট্রমন্ত্রী

 

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি ২০২১:



পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেন, উন্নয়নের সাথে সাথে বাংলাদেশকে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। সারাবিশ্বে বাংলাদেশকে সম্ভাবনাময় অথনীতি হিসেবে তুলে ধরতে হবে। এজন্য তরুন কর্মকর্তাদেরকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে।

গতকাল ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র ক্যাডারের ৩৮তম ব্যাচের কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে পররষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

ড. মোমেন বলেন, বঙ্গবন্ধুর নির্দেশিত পথ ও প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ শূন্য থেকে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।

এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম এবং পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বক্তৃতা করেন। ৩৮তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে যোগদানকৃত ২৪ জন কর্মকর্তা এ অনুষ্ঠানে উপস্থিত ছিল।

2021-02-17
Download