জেদ্দা, ২১ ফেব্রুয়ারি ২০২৩ঃ
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দার উদ্যোগে ২১ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে যথাযোগ্য মর্যাদায় “মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩” কনস্যুলেট প্রাঙ্গণে উদ্যাপিত হয়। সূর্যোদয়ের অব্যবহিত পরেই জাতীয় সংগীত পরিবেশনের সাথে মান্যবর কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। দিবসটি উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ও মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করে শোনানো হয়। ৫২’র ভাষা আন্দোলনসহ সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা ও তাদের বিদেহী আত্নার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া এবং মোনাজাত করা হয়।
“আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি” গান পরিবেশনের সাথে মান্যবর কনসাল জেনারেলের নেতৃত্বে কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীগণ কনস্যুলেট প্রাঙ্গণে অস্থায়ীভাবে স্থাপিত শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন। পরবর্তীতে বীর মুক্তিযোদ্ধা, জেদ্দাস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের বাংলা ও ইংলিশ মিডিয়ামের ছাত্র-শিক্ষক, আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক সংগঠন, স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন। মান্যবর কনসাল জেনারেলের সমাপনী বক্তব্যের মাধ্যমে প্রথম পর্বের অনুষ্ঠানের সমাপ্তি হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব সন্ধ্যা ০৬:৩০ ঘটিকায় শুরু হয়। উক্ত অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, নৃত্য, কবিতা আবৃত্তি প্রভৃতি বিষয় পরিবেশিত হয়। জেদ্দাস্থ দুটি বাংলাদেশী স্কুলের ছাত্র-ছাত্রী ও স্থানীয় শিল্পীগণ উক্ত অনুষ্ঠানে অংশ নেয়।
অনুষ্ঠানে কনস্যুলেটের সকল কর্মকর্তা-কর্মচারি, বীর মুক্তিযোদ্ধা, জেদ্দাস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজের শিক্ষক-ছাত্র, আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় কমিউনিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।