Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 30th June 2020
Press Release

সিলেটের বন্যাদুর্গতদের জন্য ১০০ মেট্রিকটন চাল ও ১০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে

ঢাকা, ৩০.০৬,২০২০:

সিলেট জেলায় বন্যায় ক্ষতিগ্রস্থদের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ১০০ মেট্রিকটন চাল ও ১০ লক্ষ টাকা বিশেষ বরাদ্দ হিসেবে প্রদান করা হয়েছে।

সম্প্রতি আকস্মিক বন্যায় সিলেটের সদর উপজেলার জালালাবাদ, মোগলগাঁও, হাটখোলা এবং কান্দিগাঁও ইউনিয়ন সম্পূর্ণরূপে প্লাবিত হয়েছে। এছাড়া খাদিমনগর, টুকেরবাজার, খাদিমপাড়া, টুলটিকর ইউনিয়নসমূহের আংশিক প্লাবিত হয়েছে।

গত ২৮ জুন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বন্যাদুর্গতদের সহায়তার জন্য বিশেষ বরাদ্দ চেয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে একটি পত্র প্রেরণ করেন। এ প্রেক্ষিতে গতকাল এ বরাদ্দ প্রদান করা হয়েছে।

শীঘ্রই সিলেটের জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে এ চাল ও অর্থ বিতরণ করা হবে।

2020-06-30
Download