৩০ এপ্রিল ২০২৩:
রোমানিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দূতাবাস প্রাঙ্গনে ১৬ ই বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দে পহেলা বৈশাখ উদ্যাপন করা হয়। পবিত্র মাহে রমযান এর কারণে নববর্ষের অনুষ্ঠানটি পিছিয়ে ৩০ এপ্রিল ২০২৩ খ্রিষ্টাব্দে উদ্যাপিত হয়। মান্যবর রাষ্ট্রদূত জনাব মোঃ দাউদ আলী এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের শুরুতে দিবসটি উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়।
সভাপতির বক্তব্যে মান্যবর রাষ্ট্রদূত দেশে ও বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশিকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানায়। তিনি বলেন যে, ফসলি সন হিসাবে মোঘল আমলে যে বর্ষগণনার সূচনা হয়েছিল, সময়ের পরিক্রমায় তা আজ বাঙালির প্রাণের উৎসবে পরিণত হয়েছে। তিনি বিগত বছরের দুঃখ-জরা, মলিনতা ও ব্যর্থতাকে ভূলে সবাইকে নব-আনন্দে জেগে উঠার উদাত্ত আহবান জানান । তিনি বলেন আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, পার্বণসহ পারিবারিক ও সামাজিক জীবনে বাংলা সনের ব্যবহার ওতোপ্রোতভাবে জড়িত। স্বাধীন বাংলাদেশে বৈশাখী মঙ্গল শোভাযাত্রা বাঙালির এই মহামিলনে নতুন মাত্রা যুক্ত করেছে। এরই ধারাবাহিকতায় ইউনেস্কো কর্তৃক পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রাকে বিশ্ব সংস্কৃতির ঐতিহ্য হিসাবে ২০১৬ সালে স্বীকৃতি দিয়েছে।
বাংলাদেশ ও বাঙালি জাতিরাষ্ট্রের নাগরিক হিসাবে এ বছর আমাদের জাতীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ। তিনি মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক মূল্যেবোধের মাধ্যমে বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনাকে ধারণ করে তাঁর কাঙ্খিত স্বপ্নের সোনার বাংলা গড়ার অভিযাত্রায় অংশগ্রহণে সকলের প্রতি উদাত্ত আহবান জানান। পরিশেষে, প্রবাসী বাংলাদেশীদের রেমিট্যান্স প্রেরণ ছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রুপকল্পসমূহ বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আহবান জানান। অনুষ্ঠান শেষে উপস্থিত সবাইকে আপ্যায়ন করা হয় । দিবসটি উপলক্ষ্যে দেশি-বিদেশি শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রবাসী- বিদেশী মিলিয়ে প্রায় ৪৫০ জন অতিথি উপস্থিত ছিলেন।