Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 27th March 2023
Press Release

জাকার্তাস্থ বাংলাদেশ দূতাবাসে ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩’ উদযাপন

 

জাকার্তা, ২৬ মার্চ ২০২৩:

 

বাংলাদেশ দূতাবাস, জাকার্তা যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩’ পালন করেছে। দিবসের শুরুতে মান্যবর রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মহোদয় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করেন।


পবিত্র কোরআন হতে তেলায়াত এর মাধ্যম মাধ্যমে ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩’-এর অনুষ্ঠান শুরু করা হয়। এরপর মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মহোদয় কর্তৃক প্রেরিত বাণী পাঠ, আলোচনা সভা, প্রমাণ্য চিত্র প্রদর্শন, সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।


মান্যবর রাষ্ট্রদূত মহোদয় তার বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার দূরদর্শী নেতৃত্বে পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ নয় মাসের সশন্ত্র মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে আমরা বিজয় অর্জন করেছিলাম। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধনমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে অবিরাম কাজ করে যাচ্ছেন। তিনি মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করার এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, উন্নত বাসভূমি রেখে যাওয়ার আহবান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


এর পূর্বে ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩’  উপলক্ষ্যে গত ২১ মার্চ ২০২৩ তারিখ সন্ধ্যায় জাকার্তার প্রাণকেন্দ্রে অবস্থিত Hotel Borobudur Jakarta-এ এক জাঁকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্দোনেশিয়া প্রজাতন্ত্রের জাতীয় উন্নয়ন পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও জাতীয় উন্নয়ন পরিকল্পনা সংস্থার প্রধান Mr. Suharso Monoarfa। ইন্দোনেশিয়া ও বিদেশী অতিথিদের মধ্যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ কূটনৈতিক মিশনের প্রতিনিধিবৃন্দ, ইন্দোনেশিয়ার উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাবৃন্দ, স্বনামধন্য ব্যবসায়ীবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবর্গ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, গণমাধ্যম প্রতিনিধিবৃন্দ ও প্রবাসী বাংলাদেশিগণের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। প্রধান অতিথি তার বক্তব্যে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শুভেচ্ছা জ্ঞাপন করে  উভয় দেশের সম্পর্ক আরো সুসংহত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

2023-03-26
Download