উজবেকিস্তান, ১৩ ডিসেম্বর ২০২৩:
আজ (১৩ ডিসেম্বর ২০২৩) উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম এবং উজবেকিস্তান এয়ারওয়েজের ডেপুটি চেয়ারম্যান জনাব সুখরাট ইয়াডগ্যারোভ এর মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় উজবেকিস্তান এয়ারওয়েজের উর্ধ্বতন কর্মকর্তাগন এবং দূতাবাসের কাউন্সেলর, মো: নাজমুল আলম উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত ড. ইসলাম বাংলাদেশ-উজবেকিস্তানের ক্রমবর্ধমান দ্বি-পাক্ষিক সম্পর্কের চিত্র তুলে ধরে দু’দেশের মধ্যকার সম্পর্ককে আরো গতিশীল ও অর্থবহ করতে, বিশেষ করে ব্যবসায়িক ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণে ঢাকা-তাসখন্দ সরাসরি ফ্লাইট পরিচালনার উপর জোর গুরুত্ব আরোপ করেন। উজবেকিস্তানের ঐতিহাসিক ও ধর্মীয়ভাবে তাৎপর্যপূর্ণ স্থানসমূহ পরিদর্শণে বাংলাদেশের জনগনের আগ্রহের কথা উল্লেখ করে সরাসরি ফ্লাইট পরিচালনা দু’দেশের পর্যটন ও সংস্কৃতিক সহযোগিতাকে আরো ত্বরান্বিত ও ফলপ্রসূ করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে বলে রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করেন। তা দু’দেশের জনগনের মধ্যকার বিদ্যমান বন্ধুত্ব ও বোঝাপোড়াকেও আরো গভীর ও শক্তিশালী করবে বলে রাষ্ট্রদূত যোগ করেন।
ডেপুটি চেয়ারম্যান জনাব সুখরাট ইয়াডগ্যারোভ ঢাকা-তাসখন্দ সরাসরি ফ্লাইট পরিচালনার গুরুত্ব ও যেীক্তিকতার বিষয়ে রাষ্ট্রদূতের অভিমতের সাথে একমত পোষণ করেন এবং এ বিষয়ে উজবেক সরকারের পরিকল্পনার কথা তাকে অবহিত করেন।বাংলাদেশ-উজবেকিস্থানের মধ্যকার সম্পর্কে নতুন মাত্রা যোগ করার প্রয়াসে সরাসরি ফ্লাইট পরিচালনার ব্যাপারে উভয়ই তাদের চলমান প্রচেষ্টা ও যোগাযোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।