এথেন্স, ১২ই ডিসেম্বর ২০২২
“প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নতি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ দূতাবাস, এথেন্স- এর আয়োজনে ১২ই ডিসেম্বর ২০২২ তারিখ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দূতাবাস প্রাঙ্গণে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ ২০২২ পালিত হয়। এই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা ও দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর, দিবসটি উপলক্ষ্যে আয়োজিত বিশেষ আলোচনা সভায় উপস্থিত প্রবাসী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনা পর্বে অন্যান্যদের মধ্যে দূতাবাসের মিনিস্টার ও দূতালয় প্রধান জনাব মো. খালেদ এবং দূতাবাসের প্রথম সচিব(শ্রম) জনাব বিশ্বজিৎ কুমার পাল অংশ্রগ্রহণ করেন। বক্তারা ১২ই ডিসেম্বরকে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ ঘোষণার জন্য সরকারেকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার জন্য বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে উন্নয়নের অপরিহার্যতা উপলব্ধি করে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছিলেন। তারই ধারাবাহিকতায় ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে বাংলাদেশ সরকার নিরলস কাজ করে চলেছে। বক্তারা আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য সরকারের ভূয়সী প্রশংসা করেন। এছাড়া, প্রবাসীদের জন্য ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির উপর তথ্যমূলক ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।