ওয়ারশ, পোল্যান্ড, ২১ ফেব্রুয়ারি ২০২৩:
বাংলাদেশ দূতাবাস, ওয়ারশ, পোল্যান্ড-এ যথাযোগ্য মর্যাদায় ‘মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩’ পালন করা হয়। দূতাবাস শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান দুই পর্বে বিভক্ত করে পালন করে। প্রথম পর্বে ২১ ফেব্রয়ারী প্রত্যুশে দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে মান্যবর রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন জাতীয় পতাকা অর্ধনির্মিত করেন।
দ্বিতীয় পর্বের শুরুতেই দূতাবাসে অস্থায়ীভাবে স্থাপিত শহীদ মিনারে মান্যবর রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন দূতাবাসের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন। পরবর্তীতে পোল্যান্ডে অবস্থিত বাংলাদেশ কমিটির নেতৃবৃন্দ শহীদ মিনারে তাঁদের শ্রদ্ধা নিবেদন করেন। শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পন এর মাধ্যমে দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়। আলোচনা অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত করা হয়। পরবর্তীতে ধারাবাহিক ভাবে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র মন্ত্রী, মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং ইউনেসকোর মহাপরিচালক কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়। মন্ত্রণালয় থেকে প্রেরিত প্রামণ্য চিত্র “বঙ্গবন্ধু শেখ মুজিব ও ভাষা আন্দোলন” প্রদর্শন, এক মিনিট নীরবতা পালন এবং শহীদ দিবসের তাৎপর্যের উপর বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় আলোচকগণ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পটভূমি ও সর্বক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহারের বিষয়টি তুলে ধরেন।
রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসনে তাঁর সমপনী বক্তব্যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন এবং তিনি প্রবাসী বাংলাদেশী শিশু-কিশোরদের স্থানীয় ভাষার পাশাপাশি বাংলা ভাষা শিক্ষা দেওয়ার বিষয়ে উপস্থিত সকলকে অনুরোধ করেন। অলোচনা অনুষ্ঠানের শেষে প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংকৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং উপস্থিত প্রবাসীদের মধ্যে নৈশভোজ আপ্যায়ন এর মাধ্যমে দূতাবাস কর্তৃক শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আয়োজনের সমাপ্তি হয়।