১০ জানুয়ারী ২০২৩:
বাংলাদেশ দূতাবাস, মস্কো যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে। দিবসটি উপলক্ষে দূতাবাসের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় যেখানে রাশিয়ান ফেডারেশনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব কামরুল আহসান এর সভাপতিত্বে দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করে শোনানো হয়। মূল আলোচনাপর্বে দূতাবাসের কর্মকর্তাবৃন্দ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের প্রেক্ষাপট তুলে ধরে প্রত্যাবর্তন পরবর্তী প্রাসঙ্গিক ঘটনা পরিক্রমা আলোচনা করেন। বক্তারা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর অপরিসীম অবদান ও সদ্য স্বাধীন দেশকে স্বল্প সময়ের মধ্যে পুনর্গঠনে তাঁর বলিষ্ঠ নেতৃত্বের কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।
রাষ্ট্রদূত তাঁর সমাপনী বক্তব্যে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের ঐতিহাসিক গুরুত্ব ও স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে তার সার্বিক প্রভাবের উপর আলোকপাত করেন। বহুমাত্রিক সমস্যা-সংকুল যুদ্ধবিদ্ধস্ত দেশকে সঠিকভাবে পরিচালনার মাধ্যমে একটি স্থিতিশীল অবস্থা আনয়নে বঙ্গবন্ধুর স্বভাবজাত, অগ্রগামী, দূরদৃষ্টিসম্পন্ন ও কার্যকরী উদ্যোগসমূহের বিশদাবলী রাষ্ট্রদূতের বক্তব্যে বিশেষভাবে বিধৃত হয়।
সবশেষে অনুষ্ঠানে অংশগহণকারী সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এই আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।