০৪ নভেম্বর ২০২৩:
যথাযথ মর্যাদায় সুইডেনস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় সংবিধান দিবস পালিত হয়েছে ।
বিকাল ০৪টায় দূতাবাস প্রাঙ্গণে দিবসটি উপলক্ষ্যে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে দূতাবাস। । দূতাবাস কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী এবং কমিউনিটি সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে প্রথমে পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ করা হয়। এরপর দিবসটি উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রীর বাণীসমূহ পাঠ করেন দূতাবাসের কর্মকর্তাবৃন্দ।
এরপর উন্মুক্ত আলোচনা পর্বে উপস্থিত কমিউনিটি সদস্যবৃন্দ তাঁদের আলোচনায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহসী নেতৃত্ব এবং অপরিসীম আত্মত্যাগের কথা তুলে ধরেন । তাঁরা বলেন স্বাধীনতার এক বছরের মধ্যেই বঙ্গবন্ধু দেশকে সংবিধান উপহার দেন, যা পৃথিবীর ইতিহাসে বিরল।
রাষ্ট্রদূত জনাব জনাব মেহ্দী হাসান তাঁর বক্তব্যের শুরুতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। রাষ্ট্রদূত বলেন জাতির পিতার আহ্বানে সাড়া দিয়ে নয় মাসের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয়ের মাত্র এগার মাসের মধ্যে ১৯৭২ সালের ৪ নভেম্বর গৃহীত হয়েছিলো বাঙালি জাতির অধিকারের দলিল, বহুল আকাঙ্ক্ষিত গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। বাংলাদেশের সংবিধান পৃথিবীর সুলিখিত সংবিধানগুলোর মধ্যে অন্যতম। বাংলাদেশের জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তিস্বরূপ এই সংবিধানের প্রাধান্য অক্ষুণ্ণ রাখা এবং ইহার রক্ষণ, সমর্থন ও নিরাপত্তাবিধান আমাদের সকলের পবিত্র কর্তব্য।