Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 17th November 2023
Press Release

গাজায় ফিলিস্তিনী জনগনের সহায়তায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রেরিত ত্রাণ সহায়তা সামগ্রী কায়রোস্থ বাংলাদেশ দূতাবাস এর মাধ্যমে মিসরীয় রেড ক্রিসেন্ট এর নিকট হস্তান্তর

 

১৪ নভেম্বর ২০২৩:

 

গাজার ফিলিস্তিনী জনগণের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রেরিত মানবিক সহায়তার চালানটি মিসরীয় রেড ক্রিসেন্ট এর নিকট হস্তান্তর করা হয়েছে। মিসরে বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মিজ্ সামিনা নাজ অদ্য ১৪ নভেম্বর ২০২৩ তারিখে মিসরীয় রেড ক্রিসেন্ট এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. রামি এল নাজেরের নিকট ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন। মিসরীয় রেড ক্রিসেন্ট এর ডেপুটি হেড মিজ্ আমাল এমাম, দূতাবাসের দ্বিতীয় সচিব এবং রেড ক্রিসেন্ট এর অন্যান্য প্রতিনিধিবৃন্দ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মানবিক সহায়তার মধ্যে রয়েছে ৩২ কার্টন শুকনো খাদ্যসামগ্রী। উল্লেখ্য যে, মিসরীয় রেড ক্রিসেন্ট মিসর থেকে রাফাহ সীমান্তের মাধ্যমে ফিলিস্তিনী জনগনের জন্য গাজায় সহায়তা প্রেরণের জন্য মিসর সরকার কর্তৃক নিয়োজিত প্রতিনিধি।

 

মান্যবর রাষ্ট্রদূত এই মানবিক সংকটময় পরিস্থিতে অসামান্য ভূমিকার জন্য মিসরীয় সরকার এবং রেড ক্রিসেন্টের প্রতি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিশেষ সাধুবাদ জানান। একইসাথে তিনি ফিলিস্তিনের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি বাংলাদেশের একাত্মতা প্রকাশ করেন। মান্যবর রাষ্ট্রদূতের নেতৃত্বে দূতাবাসের প্রতিনিধি দলটি রেড ক্রিসেন্ট সদর দপ্তরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং স্বেচ্ছাসেবী কর্মীদের গাজায় সাহায্য প্রেরণের বিভিন্ন কর্মকান্ড সরেজমিনে পরিদর্শন করেন। মান্যবর রাষ্ট্রদূত স্বেছাসেবীদের এই অবদানের জন্য ধন্যবাদ জানান।

 

মানবিক সহায়তার চালানটি গত ২২ অক্টোবর ২০২৩ তারিখে ইজিপ্ট এয়ারওয়েজের একটি নিয়মিত ফ্লাইটে ঢাকা থেকে কায়রো বিমানবন্দরে পৌঁছে। মিসরীয় সরকারের অনুমতি এবং অন্যান্য দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করে গত ০৮ নভেম্বর ২০২৩ তারিখে বিমানবন্দর থেকে চালানটি সংগ্রহ করে দূতাবাসে আনা হয়। বিভিন্ন দেশ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা থেকে আসা বিপুলসংখ্যক মানবিক সহায়তার চাপের কারণে কায়রো বিমানবন্দরে পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে সকল দেশ ও সংস্থাকে অনেক সময় ব্যয় করতে হচ্ছে। 

 

বাংলাদেশ সরকারের প্রেরিত দ্বিতীয় ও তৃতীয় মানবিক সহায়তা (ঔষধ সামগ্রী) কায়রো বিমানবন্দরে পৌঁছেছে - যা দূতাবাস সকল ক‚টনৈতিক ও দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করার প্রয়াসে নিয়োজিত আছে। খুব শীঘ্রই এ দুটো সহায়তা ত্রান গাজায় ফিলিস্তিনী জনগনের নিকট প্রেরণ করা হবে। 

2023-11-14
Download