বাংলাদেশ হাইকমিশন লন্ডনে নিযুক্ত মিনিস্টার (পলিটিক্যাল) নাসরিন মুক্তি’র মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক
ঢাকা, ০৪ সেপ্টেম্বর ২০২৩:
বাংলাদেশ হাইকমিশন লন্ডনে নিযুক্ত মিনিস্টার (পলিটিক্যাল) নাসরিন মুক্তি’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন, এমপি।
আজ (সোমবার) এক শোকবার্তায় তিনি মরহুমা নাসরিন মুক্তি’র রূহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ক্যান্সারের মতো অত্যন্ত জটিল রোগে আক্রান্ত হয়েও নাসরিন মুক্তি তাঁর দায়িত্ব পালনে অত্যন্ত সচেষ্ট ছিলেন। অসুস্থ হয়েও সরকারি দায়িত্ব পালনে তাঁর আন্তরিকতা প্রশংসনীয়।’
উল্লেখ্য, বিসিএস ২০তম ব্যাচের প্রশাসন ক্যাডারের সদস্য নাসরিন মুক্তি দীর্ঘদিন যাবত ক্যান্সারে ভুগছিলেন। আজ (সোমবার) লন্ডনের একটি হাসপাতালে স্থানীয় সময় সকাল ১০:৩৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
নাসরিন মুক্তি’র পিতা জালাল উদ্দীন বীর উত্তম খেতাবপ্রাপ্ত একজন বীর মুক্তিযোদ্ধা। মৃত্যুকালে তিনি স্বামী, এক কন্যা সন্তান এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।