জাকার্তা, ০৫ মে ২০২৩:
বাংলাদেশ দূতাবাস, জাকার্তা বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩০ উদযাপন করেছে। দূতাবাস ভবনের সামনে সড়কে এক মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্দোনেশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিগণ, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যগণ। প্রাণের হিল্লোল, আবেগ, ভালোবাসা ও হৈ-হুল্লোড়ে দূতাবাস প্রাঙ্গন হয়ে উঠে এক অনাবিল আনন্দের মিলন মেলায় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে সন্ধ্যায় বাঙালি খাবার পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে চার্জ দ্য অ্যাফেয়ার্স মোঃ সাজেবুর রহমান তার বক্তব্যে বলেন যে, বর্ষবরণ আমাদের উদার হতে শিক্ষা দেয় এবং জাতীয়তাবাদে উজ্জীবিত হয়ে বিশ্বমানবের সঙ্গে মিশে যাওয়ার প্রেরণা জোগায়। এই উদারনৈতিক চেতনাকে ধারণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্রদর্শনের চেতনায় ক্ষুধা ও দারিদ্রমুক্ত সুখী-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলকে প্রত্যয়ী হওয়ার আহবান জানান। পরিশেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।