২৫শে মার্চ, ২০২৩/আংকারা, তুরস্কঃ
বাংলাদেশ দূতাবাস আংকারার উদ্যোগে গণহত্যা দিবস-২০২৩ উদ্যাপন করা হয়। অনুষ্ঠানের প্রারাম্ভে দূতাবাস মিলনায়তনে ২৫শে মার্চ কালরাতে এবং মুক্তিযুদ্ধে সকল শহীদদের স্মরণে উপস্থিত সকলে দাঁড়িয়ে ০১ মিনিট নিরবতা পালন করেন। এসময় দিবসটি উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক প্রেরিত বাণী পাঠ করেন মান্যবর রাষ্ট্রদূত এম আমানুল হক এবং মাননীয় প্রধানমন্ত্রী-এর বাণী পাঠ করেন প্রতিরক্ষা উপদেষ্টা মোঃ রাশেদ ইকবাল। অত:পর দিবসটি উপলক্ষ্যে মন্ত্রণালয় হতে প্রাপ্ত ২৫ মার্চ কালরাত্রের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।
প্রামাণ্যচিত্র প্রদর্শনের পরপরই গণহত্যা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। রাষ্ট্রদূত আমানুল হক তাঁর স্বাগত বক্তব্যের শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল সদস্যেদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্থানী হানাদার বাহিনী কর্তৃক পরিচালিত অপারেশন সার্চ লাইট-কে পৃথিবীর জঘন্যতম এবং ইতিহাসে বিরল হত্যাযজ্ঞ হিসেবে অভিহিত করেন। তিনি ২৫ মার্চ কালরাতে এবং মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। বাংলাদেশের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের লক্ষ্যে সকল প্রচেষ্টা অব্যহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়াও গণহত্যা দিবসে স্বাধীনতাকে সমুন্নত রাখতে এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতির জনক বঙ্গবন্ধুর উন্নত-সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়নের আহ্বান জানিয়ে তাঁর বক্তব্যের সমাপ্তি করেন।