Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 30th April 2019
Press Release

ভারত-বাংলাদেশ সম্পর্ক গভীরতর হচ্ছে- পররাষ্ট্র প্রতিমন্ত্রী

 

ঢাকা, ৩০ এপ্রিল ২০১৯:


ভারতের নবনিযুক্ত হাই কমিশনার রিভা গাঙ্গুলী আজ পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহ্রিয়ার আলমের সাথে তাঁর কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। তিনি ভারতীয় হাইকমিশনারকে বাংলাদেশে স্বাগত জানান।
 এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিদ্যমান দ্বিপািক্ষক সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশনার আলোকে দু’দেশের মধ্যে রেল ও সড়ক যোগাযোগ, বাণিজ্য ও বিনিয়োগ এবং যাতায়াত বৃদ্ধি পাওয়াকে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক বলে তিনি মন্তব্য করেন । প্রতিমন্ত্রী রেল ও নৌপথে আরো যোগাযোগ বৃদ্ধির চলমান কার্যক্রমকে স্বাগত জানান। এছাড়া তাঁরা দু’দেশের মধ্যে বিদ্যমান বিদ্যুত আমদানি-রপ্তানির বিষয়েও আলোচনা করেন। আগামীতে দ্বিপাক্ষিক সম্পর্ক গভীরতর হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারতীয় নতুন হাই কমিশনারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং বাংলাদেশে তাঁর কার্যকালীন সময় সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

2019-04-30
Download