Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 8th October 2023
Press Release

তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির ৪র্থ এক্সট্রাওর্ডিনারি গ্রান্ড কংগ্রেসে বাংলাদেশ আওয়ামীলীগ-এর প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য ড. মোহাম্মাদ আবদুস সোবহান মিয়া-এর অংশগ্রহন

 

আঙ্কারা০৭ অক্টোবর ২০২৩: 

 

তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির আমন্ত্রনে বাংলাদেশ আওয়ামীলীগ-এর প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য (মাদারিপুর-৩) ড. মোহাম্মাদ আবদুস সোবহান মিয়া পার্টির ৪র্থ এক্সট্রাওর্ডিনারি গ্রান্ড কংগ্রেসে অংশগ্রহন করেন।  পরবর্তীতে তিনি তুরস্কের উপ-রাষ্ট্রপতি জনাব সেভডেট ইলমাস-এর প্রদত্ত মধ্যাহ্নভোজে অংশগ্রহন করেন। এসময়ে তিনি উপ-রাষ্ট্রপতির মাধ্যমে তুরস্কের মহামান্য রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর সালাম ও শুভেচ্ছা পৌঁছে দেন এবং সৌজন্য বিনিময় করেন।  সৌজন্য বিনিময়কালে তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের Òসোনার বাংলাÓ এবং মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এবং রুপকল্প ২০৪১ বাস্তবায়ন করার লক্ষ্যে তুরস্ক সরকারের সহযোগিতা কামনা করেন।

 

অতঃপর তুরস্কের মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মাদ সাহাবুদ্দিন-কে আমন্ত্রণ-এর জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তুরস্ক সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

2023-10-07
Download