Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 14th May 2019
Press Release

রোহিঙ্গা সমস্যা সমাধানে বিশ্ব খাদ্য কর্মসূচিসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে-ডব্লিউএফপি নির্বাহী পরিচালক

ঢাকা, ১৪.০৫.২০১৯:

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনকে লেখা এক পত্রে বিশ্ব খাদ্য কর্মসূচি’র (World Food Programme-WFPনির্বাহী পরিচালক David M. Beasley বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে বিশ্ব খাদ্য কর্মসূচিসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে। 
সম্প্রতি লেখা এ পত্রে David M. Beasley  মিয়ানমার থেকে বাস্তুচ্যুত শিশু ও মহিলাসহ  ১০ লক্ষ রোহিঙ্গাকে বাংলাদেশ আশ্রয় প্রদান ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকারের সাথে বিশ্ব  খাদ্য কর্মসূচি কাজ করার সুযোগকে স্বাগত জানান।
পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় উষ্ণ অভিনন্দন জানিয়ে নির্বাহী পরিচালক বলেন, জাতিসংঘে ড. মোমেনের বর্ণাঢ্য কর্মজীবন নিঃসন্দেহে এই ‘জটিল ইস্যু’ সমাধানে অবদান রাখবে। রোহিঙ্গা সমস্যাকে বাংলাদেশ সরকারের চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে David M. Beasley এ বিষয়ে সব ধরনের সহযোগিতারও আশ্বাস প্রদান করেন।

2019-05-14
Download