আঙ্কারা, ৩০ সেপ্টেম্বর ২০২০ঃ
গত ২৭ সেপ্টেম্বর ২০২০ তারিখে বাংলাদেশ দূতাবাস আঙ্কারার উদ্যোগে তুরস্কে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষাথীদের অংশগ্রহণে মুজিব বর্ষ উদ্যাপিত হয়েছে। উক্ত অনুষ্ঠানেবিগত বছরগুলোর মত এবছরেও বাংলাদেশ দূতাবাস, আংকারার পক্ষ থেকে তুরস্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ২০২০ সালে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইসডি কোর্সে উত্তীর্ণ বাংলাদেশী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মুজিব বর্ষের উদ্যাপন ও সংবর্ধনা অনুষ্ঠানটি স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে দূতাবাসের নবনির্মিত বিজয় একাত্তর মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উক্ত মুজিব বর্ষের উদ্যাপন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম. আল্লামা সিদ্দীকী। এছাড়া, আংকারা-তে বসবাসরত প্রবাসী বাংলাদেশীগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মুজিব বর্ষের অনুষ্ঠানের শুরুতে মুজিব বর্ষের থিম সং উপস্থিতিদের দেখানো হয় এবং দূতাবাস মিলনায়তনের ফোয়ারেরছবি গ্যালারীতে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোকচিত্র প্রদর্শনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দূতাবাসের উপ-প্রধান ও মিনিস্টার মোঃ রইস হাসান সারোয়ার। মুজিব বর্ষের উদ্যাপন অনুষ্ঠানের বক্তব্যে তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম. আল্লামা সিদ্দীকী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন। তিনি মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গী শহীদদের স্মরণ করেন। তিনি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বের কথা বর্ণনাপূর্বক মুজিব বর্ষের প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দ্রুত অগ্রসরমান বাংলাদেশে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা প্রয়োগের ব্যাপক সুযোগ রয়েছে। ২০৪১ সাল নাগাদ উন্নত দেশ অর্জনে সরকারের যে অভিষ্ট লক্ষ্য রয়েছে তা বাস্তবায়নে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে মেধাবী তরুণদের ভূমিকা পালনে তিনি আহ্বান জানান। তিনি এ প্রজন্মের শিক্ষার্থীদের ভাগ্যবান উল্লেখ করে বলেন যে নতুন এবং অগ্রসরমান বাংলাদেশের নাগরিক হিসাবে তাঁদের বিরাট ভূমিকা পালনের অবকাশ রয়েছে যা জাতির প্রত্যাশা পূরণে সহায়ক হবে।
অনুষ্ঠানের শেষাংশে ২০২০ সালে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইসডি কোর্সে উত্তীর্ণ ৪৫জন বাংলাদেশী মেধাবী শিক্ষার্থীর মাঝে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্য থেকে স্নাতক উত্তীর্ণ শিক্ষার্থী সাফায়েত হোসেন বক্তব্য প্রদান করেন। তার বক্তব্যে তিনি বলেন, মুজিব বর্ষে বিদেশস্থ বাংলাদেশ দূতাবাস কর্তৃক এভাবে সংবর্ধিত হতে পেরে নিজেকে সম্মানিত বোধ করছেন। এছাড়া, এধরনের সম্মান ও সম্মাননা প্রাপ্তি মেধা বিকাশের ক্ষেত্রে সকল ছাত্র-ছাত্রীদের আরো বেশী উৎদীপ্ত করবে মর্মে তিনি অভিমত ব্যক্ত করেন।