Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 28th June 2023
Press Release

জনগণের কল্যাণে কাজ করতে সিসিক মেয়র ও ওয়ার্ড কমিশনারদের প্রতি পররাষ্ট্রমন্ত্রীর আহবান

 

সিলেট, ২৮ জুন ২০২৩:
 
সরকারের প্রদত্ত সবধরনের সহযোগিতার সদব্যবহারের মাধ্যমে সিলেটের উন্নয়ন তথা সিলেটের জনগণের কল্যাণে কাজ করতে সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়রসহ ওয়ার্ড কমিশনারদের প্রতি আহবান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন। সদ্য-সমাপ্ত সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র এবং ওয়ার্ড কমিশনারদের সাথে গতকাল মঙ্গলবার সিলেটে আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ আহবান জানান।
 
সিলেট মহানগরীর ধোপাদিঘির পারে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের পৈত্রিক নিবাস হাফিজ কমপ্লেক্সে আয়োজিত এ অনুষ্ঠানে নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও মতাদর্শের নির্বাচিত ওয়ার্ড কমিশনারগণও উপস্থিত ছিলেন। 
 
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আনোয়ারুজ্জামান চৌধুরী একজন সৎ ও যোগ্য মেয়র। কাউন্সিলর হিসেবে এবার যারা নির্বাচিত হয়েছেন, তারাও প্রত্যেকেই যোগ্য জনপ্রতিনিধি। আপনারা নগরবাসীর সব সমস্যা সমাধান করে তিলোত্তমা সিলেটের স্বপ্ন পুরণ করতে সক্ষম হবেন, এটাই আমাদের প্রত্যাশা।
 
অনুষ্ঠানে দলমত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক দল ও মতাদর্শের নবনির্বাচিত ওয়ার্ড কমিশনারগণ উপস্থিত হওয়ায় তাদের প্রতি ধন্যবাদ জানিয়ে ড. মোমেন বলেন, সিলেটের উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে একসাথে কাজ করে যেতে হবে।
 
ড. মোমেন বলেন, আমাদের প্রিয় এ আধ্যাত্মিক নগরীকে একটি আদর্শ ও স্মার্ট সিটি হিসাবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মেয়র কাউন্সিলর এবং নগরবাসী, এ তিন পক্ষের পারস্পরিক সহযোগিতায় সিলেট মহানগরীকে এগিয়ে নিতে হবে। তিনি বলেন, সিলেটে আমরা এমন একজন মেয়র পেয়েছি যার সাথে সরকারে খুব ভালো সম্পর্ক রয়েছে। আমার বিশ্বাস তিনি পারবেন এই সিলেটকে উন্নয়নের মাধ্যমে তিলোত্তমা নগরে পরিনত করতে।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
তিনি তার বক্তব্যে নৌকাকে বিশাল ব্যবধানে জয়ী করায় নগরবাসীর প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, একটি তিলোত্তমা নগরীর স্বপ্ন বাস্তবায়নের জন্য জনগন আমাদের ভোট দিয়েছেন। নগরবাসীর দুর্ভোগ নিরসনে আমাদের কাজ শুরু করতে হবে। এ কাজে সবার সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে সিলেট-১ আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সহযোগিতা একান্তই প্রয়োজন।আমরা সবাই মিলে টিম ওয়ার্কের মাধ্যমে সিলেট নগরীর জন্য কাজ করবো।
 
মহানগর আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিডোদ্ধা মাসুক উদ্দিনের সভাপতিত্বে ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের পরিচালনায় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সহসভাপতি ড. আহমেদ আল কবির, পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী সেলিনা মোমেন, সিটি কর্পোরেশন মেয়রের সহধর্মনী হলি চৌধুরী, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলেন আহমদ, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহানা বেগম, সাধারণ সম্পাদক আসমা কামরান, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শাম রশিদ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, জেলা স্বেচ্ছা-সেবকলীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েস, মহানগর স্বেচ্ছা- সেবকলীগের সাধারণ সম্পাদক দেবাশু দাস মিঠু, তাতী লীগের সভাপতি নোমান আহমদ, সাধারণ সম্পাদক শেখ আবুল হাসনাত বুলবুল, মৎসজীবী লীগের সভাপতি মৃদুল কান্তি দাস, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ।
 
কাউন্সিলারদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ তৌফিকুল হাদী, বিক্রম কর সম্রাট, এ কে এ লায়েক, শেখ তোফায়েল আহমদ শেপুল, রেজওয়ান আহমদ, সায়ীদ মোঃ আব্দুল্লাহ, জগদীশ চন্দ্র দাস, মখলিছুর রহমান কামরান, তারেক উদ্দিন তাজ, আব্দুর রকিব বাবলু, সিকন্দর আলী, সান্তনু দত্ত সম্ভ, নজরুল ইসলাম মুমিন, ছয়ফুল আমিন বাকের, আব্দুল মুহিত জাবেদ, রাশেদ আহমদ, এ বি এম জিল্লুর রহমান উজ্জল, এস এম শওকত আমিন তৌহিদ, আজাদুর রহমান, আব্দুর রকিব তুহিন, ফজলে রাব্বি চৌধুরী মাসুম, মোস্তাক আহমদ, হুমায়ুন কবির সুহিন, তাকবির ইসলাম পিন্টু, তৌফিক বকস লিপন, আব্দুল জলিল নজরুল, রায়হান আহমদ, মাজহারুল ইসলাম শাকিল, রকিব খান, নজমুল হোসেন, রুহেল আহমদ, দেলোয়ার হোসেন নাদিম, জয়নাল আবেদিন, জাহাঙ্গীর আলম, হিরন মাহমুদ নিপু, রিয়াজ মিয়া, মোঃ হেলাল উদ্দিন, আলতাফ হোসেন সুমন, ফখরুল আলম, মতিউর রহমান, সালমা সুলতানা, কুলসুমা বেগম পপি, রেবেকা বেগম রেনু, রুহেনা বেগম মুক্তা, শাহানা বেগম শানু, শাহানারা বেগম, নার্গিস সুলতানা রুমি, শারমিন আক্তার রুমি, ছমিরন নেছা, আয়শা বেগম কলি, সাজেদা বেগম, হাজেরা বেগম, ফাতেমা বেগম এবং বাবলি আক্তার।
 
উল্লেখ্য, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত আনোয়ারুজ্জামান চৌধুরী ছাড়াও সিলেট সিটি করপোরেশনের ৪২টি ওয়ার্ডের মধ্যে ২৫টিতেই আওয়ামী লীগের প্রার্থী জয়লাভ করেন। এছাড়া বিএনপি থেকে বহিস্কৃত ৮ জন এবং জামায়াত সমর্থিত ৫ জন কাউন্সিলর প্রার্থী নির্বাচিত হন।
2023-06-28
Download