Wellcome to National Portal
  • ministry1
Text size A A A
Color C C C C

Last updated: 28 April 2022
Press Release

বৃটেনের রানীর প্রতিনিধির সঙ্গে সহকারী হাই-কমিশনারের সাক্ষাত

45a8e19b-849e-4611-93fe-8d21032b3f50

 

ম্যানচেষ্টার, ২৮ এপ্রিল ২০২২:

 

সহকারী হাই-কমিশনার কাজী জিয়াউল হাসান বৃহত্তর ম্যানচেষ্টারের লর্ড-লেফটেনেন্ট ওয়ারেন জে. স্মিথ এর সাথে গত ২৭ এপ্রিল ২০২২ তারিখে সৌজন্য সাক্ষাত করেন। উভয়েই বাংলাদেশ-যুক্তরাজ্যের মধ্যকার চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বাংলাদেশের উন্নয়নে যুক্তরাজ্যের অবদানের কথা স্মরণ করেন।

 

০২.     বৃহত্তর ম্যানচেষ্টারে অভিবাসী বাংলাদেশীদের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করে লর্ড-লেফটেনেন্ট বলেন যে, ম্যানচেষ্টার শহরটি মূলত: অভিবাসীরাই গড়ে তুলেছে। এখানে বাংলাদেশীরা অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

 

০৩.     সহকারী হাই-কমিশনার উল্লেখ করেন যে, বৃহত্তর ম্যানচেষ্টার এবং সহকারী হাই-কমিশনের অন্তর্ভূক্ত এলাকাসমূহে উল্লেখযোগ্য সংখ্যক বিভিন্ন পেশার বাংলাদেশী বংশোদ্ভুত বৃটিশ নাগরিক বসবাস করছেন, যারা ম্যানচেষ্টারের উন্নয়নে তাৎপর্যপূর্ণ অবদান রাখছেন। যুক্তরাজ্যে ব্যবসা-বাণিজ্য এবং যুক্তরাজ্যের রাজনীতিতে তাদের অংশগ্রহণের বিষয়টি তিনি বিশেষভাবে উল্লেখ করেন। তিনি বর্তমান প্রজম্মের বৃটিশ বাংলাদেশীদের মূল ধারার রাজনৈতিক ও অর্থনৈতিক কার্যক্রমে অধিক হারে অংশগ্রহণের সম্ভাবনা তুলে ধরেন।

 

০৪.     লর্ড-লেফটেনেন্ট সাম্প্রতিককালে বাংলাদেশের অভূতপূর্ব উন্নতি ও অগ্রগতির প্রশংসা করেন। দুই-দেশের মধ্যে উন্নয়ন ও বাণিজ্যের ধারা অব্যাহত রাখার বিষয়ে দু‘জনেই দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

2022-04-28
Download