১৫ অগাস্ট ২০২৩:
বাংলাদেশ দূতাবাস, মস্কোতে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে পালন করা হয়েছে। দিনের প্রথম প্রহরে ভোর ৯:০০ ঘটিকায় দূতাবাস উপপ্রধানের নেতৃত্বে দূতাবাসের কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে জাতীয় পতাকা অর্ধনমিত করার মাধ্যমে কর্মসূচীর শুরু করা হয়। এরপর একটি মোনাজাতের আয়োজন করা হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সন্ধ্যার কর্মসূচিতে ১৯৭৫ এর ১৫ আগস্টের রক্তাক্ত দিনে জাতির পিতা ও তাঁর পরিবারের শাহাদাৎবরণকারী সকল সদস্যের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে উপস্থিত সকলে দাঁড়িয়ে এক মিনিটের নীরবতা পালন করেন। এরপর রাশিয়ান ফেডারেশনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব কামরুল আহসান উপস্থিত বিশেষ অতিথীবৃন্দ ও দূতাবাসের কর্মকর্তাবৃন্দকে নিয়ে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। অতঃপর আমন্ত্রিত অতিথীবৃন্দও জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
আয়োজনের এ পর্যায়ে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ও মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রদত্ত বাণী পাঠ করে শোনান দূতাবাসের কর্মকর্তাবৃন্দ। অতঃপর ১৯৭৫ এর ১৫ আগস্টের নির্মম হত্যাকান্ডের উপর নির্মিত প্রামাণ্যচিত্র ‘Dark Night of the Bangalis’ প্রদর্শন করা হয়।
শোক দিবসের উপর আয়োজিত আলোচনা সভায় আমন্ত্রিত অতিথীবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা শোক জ্ঞাপন ও প্রাসঙ্গিক বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। তাঁরা বলেন যে, জাতির জনক ও তাঁর পরিবারের এই নির্মম হত্যাযজ্ঞ বাংলাদেশের ইতিহাসে চিরস্থায়ী কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। বক্তারা এই হত্যাকান্ডের পরিপূর্ণ বিচার ও আড়ালে পড়ে যাওয়া সকল যোগসাজশকারীদের পরিচয় ও কর্মকান্ড প্রকাশের দাবি জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডঃ শহীদ হোসাইন। বিদেশে অবস্থান করায় পঁচাত্তরের নির্মম হত্যাকান্ড থেকে বেঁচে যাওয়া বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের সান্নিধ্যে থাকার সময়কার প্রত্যক্ষ অভিজ্ঞতালব্ধ ঘটনাবলীর উপর তিনি আলোকপাত করেন। বিশেষ অতিথী হিসেবে আরও উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব জিয়াউল হাসান, এনডিসি। তিনি জাতির জনক ও তাঁর পরিবারের শহিদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি তাঁর বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের বিজ্ঞান ও প্রযুক্তিখাতসহ নানাখাতে মেগা প্রকল্পসমূহ বাস্তবায়নের মাধ্যমে যে প্রভূত উন্নতি সাধিত হচ্ছে সে বিষয়ে বিশদ আলোচনা করেন।
সভাপতির বক্তব্যে রাষ্ট্রদূত ১৯৭৫ সালের এই দিনে শাহাদাৎবরণকারী বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যবর্গের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে নজিরবিহীন এই হত্যাকান্ডে বিশ্বব্যাপী যে একটি নেতিবাচক প্রতিক্রিয়া তৈরী হয়েছিল তা তাঁর নিজের কূটনৈতিক পেশাগত অভিজ্ঞতার আলোকে বিধৃত করেন। স্বাধীনতা যুদ্ধ ও তৎপরবর্তী সময়কার ইতিহাস ও সেই সময়ে বঙ্গবন্ধুর বিচক্ষণ নেতৃত্বের কিছু দৃষ্টান্ত রাষ্ট্রদূত তুলে ধরেন। তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত উদ্যোগসমূহকে বাস্তবায়নের লক্ষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তাঁর বক্তব্য শেষ করেন।
পরিশেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট শাহাদাৎবরণকারী তাঁর পরিবারের সকলের আত্মার চিরশান্তি কামনা করে একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।