সিলেট, ২৩.০২.২১০৯:
পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আবদুল মোমেন সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ও ব্যক্তিকে শিক্ষা ও স্বাস্থ্যখাতে বিনিযোগের আহবান জানান। সিলেটের মইন উদ্দিন আদর্শ মহিলা কলেজের আইসিটি বিল্ডিংয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ছয়তলা বিশিষ্ট আবুল মাল আব্দুল মুহিত শিক্ষা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশকে উন্নত দেশে রূপান্তর করতে হলে আমাদেরকে টেকনোলজিতে উন্নত হতে হবে। সরকার স্বদেশী ও বিদেশী সবাইকে সম্পৃক্ত করে দেশকে এগিয়ে নিতে চায়। দেশের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। দেশে আমরা উন্নত ও স্থিতিশীল অথনীতি প্রতিষ্ঠা করতে চাই।