লস এঞ্জেলেস, ০৮ আগস্ট ২০২২ঃ
লস এঞ্জেলেসস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সহধর্মিণী মহীয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এর ৯২তম জন্মবার্ষিকী পালন করে।
বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করার পর দিবসটি উপলক্ষ্যে প্রেরিত মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী এর বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এর জীবনীর উপর নির্মিত ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এছাড়াও দিবসটি উপলক্ষ্যে বিশেষ আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
কনসাল জেনারেল সামিয়া আঞ্জুম তাঁর বক্তব্যের শুরুতেই শোকাবহ আগস্ট মাসে স্বাধীনবাংলাদেশের রূপকার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-কে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এর স্মৃতির প্রতি বিনম্র সম্মান জানিয়ে বলেন যে, বঙ্গমাতা আমৃত্যু বঙ্গবন্ধুর পাশে থেকে তাঁর একজন যোগ্য ও বিশস্ত সহচর হিসেবে দেশ ও জাতি গঠনে অসামান্য অবদান রেখে গেছেন। দেশ ও জাতির জন্য অপরিসীম ত্যাগ, সহমর্মিতা, সহযোগিতা ও বিচক্ষণতার জন্য তিনি সমগ্র বাঙালী জাতির অনুপ্রেরণার উৎসহয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন।
পরিশেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবসহ শোকাবহ ১৫ই আগস্ট কালরাতে শাহাদত বরণকারী বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যদেররূহের মাগফেরাত এবং দেশের শান্তি, মঙ্গল ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।