01 মে 2022 পোর্ট লুইস:
বাংলাদেশ হাইকমিশন যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উদযাপন করে। এ উপলক্ষ্যে মিশন প্রাঙ্গনে এক আলোচনা সভা, প্রশ্নোত্তর ও ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ করা হয়।
আলোচনা সভার শুরুতে দিবসের প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত হাইকমিশনার জনাব সুমন আচার্য। তিনি তাঁর বক্তব্যের শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং মরিশাসে কর্মরত সকল প্রবাসীকে হাইকমিশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বলেন যে, আজ মহান মে দিবস, 1886 সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকেরা দৈনিক 8 ঘন্টা কর্মের দাবিতে আন্দোলন গড়ে তুলেছিলেন। তারা নামমাত্র মজুরিতে মালিকদের ইচ্ছানুযায়ী কাজ করতে বাধ্য হতেন। হে মার্কেটে আন্দোলনরত শ্রমিকদের উপর পুলিশ গুলি চালায়, এতে 6 জন শ্রমিক মারা যায় ও অনেকে আহত হয়। বস্তুত এ দিবসের পথ ধরেই শ্রমিককদের অধিকার অর্জিত হয়েছে। সেই সাথে তাদের নিজেদের এবং শ্রমের মর্যাদা গুরুত্ব পেয়েছে । এরই ধারাবাহিকতায় দেশে দেশে এখন শ্রমিকদের সুযোগ-সুবিধার পাশাপাশি কাজের পরিবেশ উন্নত হয়েছে।
ভারপ্রাপ্ত হাইকমিশনার আরো বলেন যে, মরিশাসে কর্মরত প্রবাসী কর্মীগণ তুলনামূলকভাবে অনেক ভালো আছেন। এখানে প্রবাসী কর্মীদের জন্য আবশ্যিকভাবে কোম্পানী কর্তৃক খাবার এবং বাসস্থান নিশ্চিত করা হয়। একই সাথে মরিশাসের শ্রম আইন অনুযায়ী প্রবাসী কর্মী এবং নিজ দেশের কর্মীদের জন্য একই আইন কার্যকর রয়েছে, অর্থাৎ কোন প্রকার বৈষম্য করা হয়নি। তিনি আরো বলেন, আপনাদেরকে অবশ্যই এ দেশের আইন-কানুন মেনে চলতে হবে। অবৈধভাবে কেউ থাকার চেষ্টা করবেন না। ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে দেশে চলে যাবেন। পুনরায় নতুন ভিসা নিয়ে আবার আসবেন। তিনি তার বক্তব্যে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে প্রদত্ত বিভিন্ন সুবিধাদি সম্পর্কেও আলোকপাত করেন।
এ পর্যায়ে ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রবাসী কর্মীদেরকে তাদের সমস্যাবলী জানানোর জন্য অনুরোধ করেন। প্রবাসী কর্মীগণ এ সময় মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন। মুক্ত আলোচনায় অধিকাংশ কর্মীগণই মত প্রকাশ করেন যে, তারা তুলনামূলকভাবে ভালো আছেন। 3/4 জন মাত্র তাদের ছোটখাটো সমস্যার কথা তুলে ধরেন যা দূতাবাস অচিরেই সমাধানের আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানের শেষ দুটি ইভেন্ট ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রবাসী বাংলাদেশী এবং প্রবাসী কর্মীদের মধ্যে বাংলাদেশী ইফতার সামগ্রী বিতরণ করে এবং সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।