হ্যানয় ২০ আগষ্ট ২০২০:
বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে যে ঐতিহ্যগতভাবে সৌহাদ্যপূর্ণ সম্পর্ক রয়েছে, তারই নিদর্শনস্বরুপ ভিয়েতনাম সরকার কোভিড-১৯ মহামারী প্রতিরোধের জন্য বাংলাদেশে-কে মেডিক্যাল সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। ভিয়েতনাম পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক ভাবে গত ১৪ আগষ্ট ২০২০ মেডিক্যাল সামগ্রীর ‘symbolic handover ceremony’ অনুষ্ঠানে ভিয়েতনামের পক্ষে মান্যবর উপ-পররাষ্ট্র মন্ত্রী জনাব ন্যুয়েন কুউক ডাং বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মিজ সামিনা নাজ-কে হস্তান্তর করেন। উল্লেখ্য যে, ভিয়েতনাম সরকার ইতোমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মেনী, ইটালী, সিংগাপুর, ইন্দোনেশিয়া, ভারত, অট্রেলিয়া-সহ বিভিন্ন রাষ্ট্র-কে কোভিড মোকাবেলায় মেডিক্যাল সামগ্রী উপহার দেয়। ভিয়েতনাম-এর পক্ষ থেকে Personal Protection Equipment (PPE)-এর ৬৬টি বক্স (full set: 3,000 pcs) এবং Surgical Facemask-&এর ৮০ টিবক্স ( 2,00,000 pcs -৩০ হাজার মা:ড: এর সমপরিমান) বাংলাদেশ-কে দেয়া হয়। RT – Test Kit-এর বর্তমান মজুদের অভাবে (ভিয়েতনামে পূনরায় কোভিড মহামারীর প্রাদূর্ভাব হওয়ায়) প্রস্তাব থাকা সত্বেও ভিয়েতনাম তা আপাতত: সরবরাহ করতে পারেনি।
উক্ত মেডিক্যালসামগ্রী ১৮ই আগষ্ট ২০২০ ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানযোগে (ভিয়েতনামে আটকে পড়া বাংলাদেশীদের প্রত্যাবাসন কাজে ব্যবহৃত) ঢাকায় পৌঁছায়। পররাষ্ট্র মন্ত্রণালয় বিমান বন্দর থেকে বাংলাদেশ সরকারের পক্ষ্যে ভিয়েতনাম সরকারের উক্ত উপহার মেডিক্যাল সামগ্রী গ্রহণ করে।