Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 22nd August 2020
Press Release

কোভিড-১৯ মহামারী প্রতিরোধের জন্য বাংলাদেশ-কে ভিয়েতনাম-এর মেডিক্যাল সামগ্রীর উপহার

 

হ্যানয় ২০ আগষ্ট ২০২০:

 

বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে যে ঐতিহ্যগতভাবে সৌহাদ্যপূর্ণ সম্পর্ক রয়েছে, তারই নিদর্শনস্বরুপ ভিয়েতনাম সরকার কোভিড-১৯ মহামারী প্রতিরোধের জন্য বাংলাদেশে-কে মেডিক্যাল সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। ভিয়েতনাম পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক ভাবে গত ১৪ আগষ্ট ২০২০ মেডিক্যাল সামগ্রীর ‘symbolic handover ceremony’ অনুষ্ঠানে ভিয়েতনামের পক্ষে মান্যবর উপ-পররাষ্ট্র মন্ত্রী জনাব ন্যুয়েন কুউক ডাং বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মিজ সামিনা নাজ-কে হস্তান্তর করেন। উল্লেখ্য যে, ভিয়েতনাম সরকার ইতোমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মেনী, ইটালী, সিংগাপুর, ইন্দোনেশিয়া, ভারত, অট্রেলিয়া-সহ বিভিন্ন রাষ্ট্র-কে কোভিড মোকাবেলায় মেডিক্যাল সামগ্রী উপহার দেয়। ভিয়েতনাম-এর পক্ষ থেকে Personal Protection Equipment (PPE)-এর ৬৬টি বক্স (full set: 3,000 pcs) এবং Surgical Facemask-&এর ৮০ টিবক্স ( 2,00,000 pcs -৩০ হাজার মা:ড: এর সমপরিমান) বাংলাদেশ-কে দেয়া হয়। RT – Test Kit-এর বর্তমান মজুদের অভাবে (ভিয়েতনামে পূনরায় কোভিড মহামারীর প্রাদূর্ভাব হওয়ায়) প্রস্তাব থাকা সত্বেও ভিয়েতনাম তা আপাতত: সরবরাহ করতে পারেনি।

 

          উক্ত মেডিক্যালসামগ্রী ১৮ই আগষ্ট ২০২০ ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানযোগে (ভিয়েতনামে আটকে পড়া বাংলাদেশীদের প্রত্যাবাসন কাজে ব্যবহৃত) ঢাকায় পৌঁছায়। পররাষ্ট্র মন্ত্রণালয় বিমান বন্দর থেকে বাংলাদেশ সরকারের পক্ষ্যে ভিয়েতনাম সরকারের উক্ত উপহার মেডিক্যাল সামগ্রী গ্রহণ করে।

2020-08-20
Press Release on medical donation by VN Govt.pdf Press Release on medical donation by VN Govt.pdf
Download