জাকার্তা, ২৩ ডিসেম্বর ২০২২:
বাংলাদেশ দূতাবাস, জাকার্তায় ‘ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২’ উদযাপন করা হয়েছে। সম্পূর্ণ ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে ইন্দোনেশিয়াস্থ বাংলাদেশি কমিউনিটির সদস্যবর্গ এবং দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপলক্ষ্যে ‘ডিজিটাল বাংলাদেশ’ সম্পর্কে উন্মুক্ত রচনা প্রতিযোগিতা ও শিশুদের জন্য চিত্রাঙ্গন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
পবিত্র কোরআন হতে তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর ইন্দোনেশিয়াস্থ বাংলাদেশি কমিউনিটির সদস্যবর্গের অংশগ্রহণে মান্যবর রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জিইউপি, এনডিসি, পিএসসি মহোদয়ের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রবাসী বাংলাদেশিগণ তাদের নিজ নিজ বক্তব্য তুলে ধরেন। পরবর্তিতে, মানবর রাষ্ট্রদূত মহোদয় ‘ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২’ উপলক্ষ্যে আয়োজিত সকলের জন্য ‘উন্মুক্ত রচনা প্রতিযোগিতা’ এবং শিশুদের অংশগ্রহণে ‘চিত্রাংকন প্রতিযোগিতার’ পুরস্কার বিতরণ করেন।
রাষ্ট্রদূত মহোদয় তাঁর সমাপনি বক্তব্যে আশাবাদ ব্যক্ত করেন যে, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের মধ্য দিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে প্রসার ঘটেছে, তাকে পুরোপুরি কাজে লাগিয়ে ২০৪১ সালের মধ্যেই সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপ জ্ঞানভিত্তিক উন্নত বাংলাদেশ গড়ে তুলবে। তিনি অনুষ্ঠানে যোগাদানকৃত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।