ঢাকা, ১৭ জানুয়ারি ২০২১:
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের সহধর্মিনী এবং বাংলাদেশ মহিলা পরিষদের শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক বুলাহ্ আহম্মেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
এক শোক বার্তায় ড. মোমেন বলেন, বুলাহ্ আহম্মেদ ১৯৬৯ সালে গণআন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখেন।
ড. মোমেন মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।