ম্যানচেষ্টার, ০৪ নভেম্বর ২০২৩:
বাংলাদেশ সহকারী হাই-কমিশন, ম্যানচেষ্টারে যথাযোগ্য মর্যাদায় ০৪ নভেম্বর ২০২২ তারিখ ‘জাতীয় সংবিধান দিবস’ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বানী পাঠ করে শোনানো হয়। সহকারী হাই-কমিশন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে ‘জাতীয় সংবিধান দিবস’ এর গুরুত্ব ও তাৎপর্যের উপর আলোচনা করা হয়।
সহকারী হাই-কমিশনার দিবসটি উপলক্ষ্যে উল্লেখ করেন যে, স্বাধীনতার পর পরই দেশ পূর্নগঠনের অংশ হিসেবে এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ও ঐকান্তিক প্রচেষ্টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন সংবিধান রচিত হয়েছিল। মাত্র ০১ বছরের কম সময়ে সংবিধান রচনা ও কার্যকর করা বিশ্বের ইতিহাসে বিরল ঘটনা। তিনি ‘জাতীয় সংবিধান দিবস’ এর তাৎপর্যের উপর আলোকপাত করেন এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন প্রতিষ্ঠায় সংবিধানের মর্যাদা অক্ষুন্ন রাখতে দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।