সিউল, ১৫ মে ২০২২:
বাংলাদেশ দূতাবাস, সিউল আজ ১৫ মে ২০২২ তারিখে সিউলের ইয়নপিয়ং কালচার এন্ড আর্টস সেন্টারের মিলনায়তনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪২৯ উদযাপন করেছে। এ অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ায় বসবাসরত প্রায় ৩ শতাধিক প্রবাসী বাংলাদেশীগণ ও তাদের পরিবারবর্গ স্বতঃস্ফূর্তভাবে ও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
০২। এ উপলক্ষ্যে মিলনায়তন ও এর সংলগ্ন স্থানে ব্যানার, ফেস্টুন, বেলুন ইত্যাদি দিয়ে সুসজ্জিত করা হয় এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী হস্তশিল্প সামগ্রী প্রদর্শন করা হয়। এ অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলো বর্ণিল মঙ্গল শোভাযাত্রা যা ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃত। বর্র্ণিল পোষাকে সজ্জিত হয়ে রঙ-বেরঙের মুখোশ, ব্যানার ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র নিয়ে উপস্থিত প্রবাসী বাংলাদেশীগণ মিলনায়তন সংলগ্ন রাস্তায় এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন ।
০৩। দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান এবং আশা প্রকাশ করেন যে, বাংলা নতুন বছর সবার জন্য নতুন আশা, সুখ-সমৃদ্ধি ও শান্তি বয়ে নিয়ে আসবে।
০৪। বর্ষবরণ অনুষ্ঠান উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক পর্বে দূতাবাস পরিবার ও প্রবাসী বাংলাদেশীগণ ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনার মধ্য দিয়ে বাংলা নতুন বছরকে স্বাগতম জানান। এ পর্বে দূতাবাস পরিবার ও প্রবাসী বাংলাদেশী শিল্পীরা লোক সঙ্গীত, নাচ ও কবিতা পরিবেশন করেন। অনুষ্ঠানে শিশু-কিশোর ও মহিলাদের জন্য খেলাধুলার আয়োজন করা হয় এবং রাষ্ট্রদূত দেলওয়ার হোসেন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরিশেষে, উপস্থিত অতিথিদের ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ, কয়েক পদের ভর্তা ও মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয় ।