১৭ মার্চ ২০২৩, শুক্রবার: বিনম্র শ্রদ্ধা-ভালবাসার মধ্য দিয়ে বাংলাদেশ দূতাবাস, স্টকহোমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে ১৭ মার্চ বিকালে দূতাবাস প্রাঙ্গণে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিশুদের জন্য চিত্রাঙ্কন ও কুইজ প্রতযোগিতার আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে স্থানীয় বাংলাদেশী কমিউনিটির সদস্যবৃন্দ ও দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারি অংশগ্রহণ করেন।
আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয় এবং সমবেত শুদ্ধ স্বরে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। জাতীয় সংগীত পরিবেশনের পর রাষ্ট্রদূত জনাব মেহ্দী হাসান-এর নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়।
আলোচনা অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুর জীবনী, রাজনৈতিক দূরদর্শিতা এবং বিভিন্ন অর্জন নিয়ে আলোচনা করেন। একইসাথে বক্তারা শিশু কিশোরদের প্রতি বঙ্গবন্ধুর ভালোবাসার বিভিন্ন দৃষ্টান্ত তুলে ধরেন এবং বঙ্গবন্ধুর জন্মদিনকে জাতীয় শিশু দিবস হিসেবে পালনের যথার্থতা ব্যাক্ত করেন।
রাষ্ট্রদূত জনাব মেহ্দী হাসান তাঁর বক্তব্যের শুরুতে স্বাধীন বাংলাদেশের রূপকার মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে তাঁর প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানান। তিনি বলেন বঙ্গবন্ধু শৈশব থেকেই ছিলেন অত্যন্ত মানবদরদি কিন্তু অধিকার আদায়ে আপসহীন। বঙ্গবন্ধু বিশ্বাস করতেন আজকের শিশুরাই আগামীদিনে দেশ গড়ার নেতৃত্ব দিবে । রাষ্ট্রদূত উপস্থিত শিশু কিশোরদের বিদেশের মাটিতে নিজ সংস্কৃতি এবং ঐতিহ্য ধারনের ব্যাপারে উৎসাহ প্রদান করেন এবং এক্ষেত্রে অভিভাবকদের লক্ষ্য রাখার জন্য অনুরোধ করেন।
আলোচনা অনুষ্ঠান শেষে শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং শিশুরা গান, কবিতা আবৃত্তি সহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করেন। এরপর শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাংকন, এবং কুইজ প্রতিযোগিতার বিজয়ীসহ অংশগ্রহণকারী সকল শিশু কিশোরদের পুরস্কার বিতরণ করা হয়। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ১০৩তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে শিশু-কিশোরদের নিয়ে কেক কাটা হয় এবং আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন করা হয়।