Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 22nd October 2023
Press Release

ব্যাংককে যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবস উদযাপিত

 

ব্যাংকক, ১৮ অক্টোবর ২০২৩:

 

বাংলাদেশ দূতাবাস, ব্যাংকক আজ যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র শেখ রাসেল এঁর ৬০তম জন্মদিন উদযাপন করে। অনুষ্ঠানের শুরুতে মান্যবর রাষ্ট্রদূত জনাব মোঃ আব্দুল হাই আনুষ্ঠানিকভাবে শেখ রাসেল এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। উক্ত অনুষ্ঠানে দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারি ও প্রবাসি বাংলাদেশি কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারের অন্যান্য শহীদ সদস্য ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনা এবং দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দূতাবাসের কাউন্সেলর (শ্রম) জনাব মোঃ ফাহাদ পারভেজ বসুনীয়া। দিবসটি উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করেন যথাক্রমে দূতাবাসের মিনিস্টার (কনস্যুলার) জনাব হাসনাত আহমেদ এবং ইকনোমিক মিনিস্টার জনাব সৈয়দ রাশেদুল হোসেন। অনুষ্ঠানে শেখ রাসেল দিবস উপলক্ষ্যে নির্মিত Theme song ও  একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

 

দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান জনাব মোঃ মাসূমুর রহমান এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র শেখ রাসেল এঁর সংক্ষিপ্ত জীবন সম্পর্কে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়। থাইল্যান্ডের মহাচুলালংকর্ন বিশ্ববিদ্যালয় এর বাংলাদেশ ছাত্র ক্লাবের সভাপতি জনাব ড. তিরাসাতু থের (লাভলু ভিক্ষু) ও থাইল্যান্ড আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক জনাব নেয়ামত আলী তালুকদার বাংলাদেশ কমিউনিটির পক্ষ হতে এ আলোচনাপর্বে অংশগ্রহণ করেন।

 

মান্যবর রাষ্ট্রদূত জনাব মোঃ আব্দুল হাই তাঁর বক্তব্যের শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। এছাড়া তিনি শ্রদ্ধার সাথে স্মরণ করেন ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালোরাতে শহীদ বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের। তিনি শেখ রাসেল দিবস উপলক্ষ্যে আগত অতিথিবৃন্দকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। মান্যবর রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে বলেন, শেখ রাসেল এঁর মতো নিষ্পাপ শিশুকে নির্মমভাবে হত্যা জাতি হিসেবে আমাদের জন্য লজ্জাকর। এ ধরনের নির্মম হত্যাকান্ড শুধু বাঙালির ইতিহাসে নয়, বিশ্বের ইতিহাসে বিরল। শেখ রাসেলের মতো কোন শিশুই যেন আর কখনো নির্মমতার শিকার না হয় এবং সারা বিশ্বে শিশুরা যেন নিরাপদে থাকে সে আশাবাদ ব্যক্ত করেন। বিশ্বের প্রতিটি শিশুর জন্য এ পৃথিবী নির্মল আবাসস্থল হয়ে উঠবে বলে তিনি আশা করেন।

 

উল্লেখ্য, দূতাবাসের উক্ত অনুষ্ঠানের অব্যবহিত পর, শেখ রাসেল দিবস উপলক্ষ্যে দূতাবাস কর্তৃক Rajanukul Institute, Dindaeng, Bangkok এ মান্যবর রাষ্ট্রদূত এর উপস্থিতিতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে জন্মদিনের কেক ও দুপুরের খাবার বিতরণ করা হয়। Rajanukul Institute এ মান্যবর রাষ্ট্রদূত উপস্থিত হলে প্রতিষ্ঠানটির পরিচালক Dr. Noppawan Sriwongpanich, M.D. তাঁকে স্বাগত জানান। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে খাদ্য বিতরণের জন্য আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে, এ মহতী উদ্যোগের জন্য প্রতিষ্ঠানটির পরিচালক দূতাবাসকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে মান্যবর রাষ্ট্রদূত বলেন, এ ধরনের আয়োজন ও বাংলাদেশের একই রকমের প্রতিষ্ঠানটির সাথে এ সহযোগিতা আরো বৃদ্ধি করা হবে। উল্লেখ্য, এ অনুষ্ঠানে Rajanukul Institute এর কার্যক্রমের উপর নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

2023-10-18
Download