Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 8th March 2023
Press Release

বাংলাদেশ দূতাবাস, মস্কোতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত।

 

০৭ মার্চ ২০২৩:

 

বাংলাদেশ দূতাবাস, মস্কোতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ উপলক্ষে রাশিয়ান ফেডারেশনে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত জনাব কামরুল আহসানের সভাপতিত্বে ও দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারীর অংশগ্রহণে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

কর্মসূচীর শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করে শোনানো হয়। অতপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সম্প্রচার করা হয়।

 

মূল আলোচনাসভায় বক্তাগণ জাতির জনকের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের উপর আলোকপাত করেন এবং ঐতিহাসিক ঘটনা পরিক্রমায় দিবসটির গুরুত্ব তুলে ধরেন। বক্তারা তুলে ধরেন যে বঙ্গবন্ধুর এই ঐতিহাসিক ভাষণ কার্যত স্বাধীনতার ঘোষণার নামান্তর অথচ সেই মঞ্চে বঙ্গবন্ধু সরাসরি স্বাধীনতার ঘোষণা না দিয়ে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছেন এবং শাসকগোষ্ঠীর কূটচাল সুকৌশলে নস্যাৎ করেছেন।  

 

সভাপতির বক্তব্যে মান্যবর রাষ্ট্রদূত চাক্ষুষ অভিজ্ঞতা থেকে ৭ই মার্চের প্রেক্ষাপট ও তৎকালীন পারিপার্শ্বিক আবহ বর্ণনা করে বিভিন্ন আঙ্গিকে ভাষণটির গুরুত্ব তুলে ধরেন। রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের অভ্যুদয়ে জাতির জনকের বজ্রকণ্ঠে ধ্বনিত ঐতিহাসিক ভাষণ একটি দিকনির্দেশনামূলক রূপরেখা হিসেবে ভূমিকা পালন করে। পরিশেষে তিনি এই ঐতিহাসিক ভাষণ থেকে অনুপ্রেরণা নিয়ে জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গঠনে সকলকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়ে বক্তব্য সমাপ্ত করেন।

 

সবশেষে উপস্থিত সকলকে শুভেচ্ছা ও আন্তরিক ধন্যবাদ জানিয়ে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়। 

2023-03-07
Download