Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 11th July 2023
Press Release

বিদেশস্থ মিশনসমূহের মধ্যে সর্বপ্রথম বাংলাদেশ দূতাবাস,আবুধাবিতে জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রম উদ্বোধন

 

আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসে বিপুল উৎসাহের সাথে সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের বহুল আকাংক্ষিত জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উল্লেখ্য, বিদেশস্থ বাংলাদেশ দূতাবাসসমূহের মধ্যে সর্বপ্রথম জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রমের এ উদ্বোধন করা হলো। এ উপলক্ষে দূতাবাস ভবনে আয়োজিত অনুষ্ঠানে দূতাবাসে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার স্থানীয় প্রতিনিধিবৃন্দ এবং উল্লেখযোগ্য সংখ্যক সেবা গ্রহীতা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ নির্বাচন কমিশনের মাননীয় কমিশনার জনাব ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান (অবঃ) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; বিশেষ অতিথি ছিলেন জনাব মোঃ জাহাঙ্গীর আলম, সচিব, বাংলাদেশ নির্বাচন কমিশন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত জনাব মোঃ আবু জাফর।   

 

অনুষ্ঠানের প্রারম্ভে প্রধান অতিথি ফিতা কেটে দূতাবাসের এনআইডি নিবন্ধন কেন্দ্র উদ্বোধন করেন। এরপর মাননীয় প্রধান অতিথি নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের সাথে এনআইডি প্রদান প্রক্রিয়া অবলোকন করেন এবং সেবাগ্রহিতাদের সাথে কথা বলেন। এসময় মান্যবর রাষ্ট্রদূতসহ দূতাবাসের সকল কর্মকর্তার উপস্থিত ছিলেন।

 

এরপর দূতাবাসের কনফারেন্স রুমে আয়োজিত এক সভা অনুষ্ঠিত হয়। দূতাবাসের কাউন্সিলর (পাসপোর্ট ও ভিসা)-এর সঞ্চালনায় উক্ত সভার শুরুতেই দূতাবাসের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রমের সার্বিক প্রক্রিয়া তুলে ধরেন মিনিস্টার (শ্রম কল্যাণ)। এরপরে বিশেষ অথিতি তাঁর বক্তব্যে বাংলাদেশ নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রমের উদ্ভব, বর্তমানে পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এরপর মতবিনিময় সভায় সেবাগ্রহিতা এবং প্রবাসীগণ তাদের বিভিন্ন জিজ্ঞাসা তুলে ধরেন এবং দূতাবাস ও নির্বাচন কমিশনের প্রতি তাদের কৃতজ্ঞতা জানান। অতঃপর, উপস্থিত সেবাগ্রহীতাদের মাঝে স্মার্ট এনআইডি বিতরণ করা হয়। অনুষ্ঠানের এ পর্যায়ে মাননীয় প্রধান অতিথি তাঁর বক্তব্যে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং আশ্বস্ত করেন যে প্রবাসীদের আরও অধিকভাবে এবং সহজতর উপায়ে সেবা প্রদানের জন্য নির্বাচন কমিশন কাজ করে যাবে। অনুষ্ঠানের শেষপর্যায়ে, মান্যবর রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে বিদেশস্থ বাংলাদেশ দূতাবাসসমূহের মধ্যে সর্বপ্রথম জাতীয় পরিচয়পত্র আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস হতে সূচনা করার ক্ষেত্রে সার্বিক সহযোগিতার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান। তিনি সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের নিকট জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রম সুচারুরূপে সম্পাদনের ক্ষেত্রে সহযোগিতা কামনা করেন।

 

পরিশেষে, উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

2023-07-11
Download