Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 14th February 2021
Press Release

রোমে বাংলাদেশ দূতাবাস-এ পাসপোর্ট সেবার অনলাইন এপয়েন্টমেন্ট কার্যক্রম ফেসবুকে সরাসরি প্রচার

 

১২ ফেব্রুয়ারি ২০২১:

 

ইতালির রোমস্থ বাংলাদেশ দূতাবাস ফেসবুকে পাসপোর্ট সেবার জন্য অনলাইনে এপয়েন্টমেন্ট প্রদান কার্যক্রম সরাসরি প্রচার (live streaming) করেছে। ১২ ফেব্রুয়ারি ২০২১ সকাল ৯:৫০ থেকে সরাসরি প্রচারিত এ অনুষ্ঠানে রোমস্থ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও টিভি মিডিয়ার সাংবাদিক এবং বিপুল সংখ্যক অনলাইন দর্শকের পাশাপাশি দূতাবাসে উপস্থিত এপয়েন্টমেন্ট গ্রহণকারী সেবা-প্রত্যাশীরাও অংশগ্রহণ করেন। রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান তার সূচনা বক্তব্যে আমন্ত্রিত উপস্থিত ও অনলাইনের সকল অতিথিকে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন যে, এপয়েন্টমেন্ট অবমুক্তকরণ (release) কার্যক্রম সরাসরি প্রচারের  মাধ্যমে এই প্রক্রিয়ার স্বচ্ছতা ও কারিগরি বিষয়টি তুলে ধরে এ বিষয়ে সবার মাঝে সচেতনতা বৃদ্ধি করা এবং এক্ষেত্রে সম্ভাব্য ভ্রান্ত ধারণা নিরসন এই উদ্যোগের মূল উদ্দেশ্য। তিনি আরও বলেন, বাংলাদেশ দূতাবাস প্রধানমন্ত্রীর ‘প্রবাসী-বান্ধব’ নীতি অনুসরণ করে নিরলসভাবে ইতালি, মন্টেনিগ্রো ও সার্বিয়া প্রবাসী বাংলাদেশি নাগরিকদের সেবা দিয়ে যাচ্ছে। এ প্রসঙ্গে তিনি আরও উল্ল্যেখ করেন যে, দূতাবাস প্রবাসীদের কল্যাণে বিশেষ ব্যবস্থাপনায় আগামী শনিবার ও রবিবার (১৩ ও ১৪ ফেব্রুয়ারি ২০২১) ছুটির দিনে পাসপোর্ট বিতরণ কার্যক্রম গ্রহণ করেছে। এ সময় দূতাবাসের পাসপোর্ট ও ভিসা উইং-এর প্রথম সচিব শেখ সালেহ আহাম্মেদ এপয়েন্টমেন্ট প্রদানের বিভিন্ন কারিগরি দিক সম্পর্কে সাংবাদিকসহ উপস্থিত অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সরাসরি প্রচারিত এ কার্যক্রমের মাধ্যমে ০১-৩০ এপ্রিল ২০২১ পর্যন্ত সময়ের জন্য প্রায় দুই হাজার এপয়েন্টমেন্ট অনলাইনে অবমুক্ত করা হয়। 

  উল্লেখ্য, বাংলাদেশ দূতাবাস, রোম পাসপোর্ট, ভিসা, সার্টিফিকেটসহ সকল প্রকার কন্স্যুলার সেবা অনলাইন এপয়েন্টমেন্টের মাধ্যমে প্রদান করে থাকে। প্রতি শুক্রবার সকাল ১০ ঘটিকায় এই এপয়েন্টমেন্ট সকলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। ডিসেম্বর ২০২০ এর শুরু থেকে দূতাবাস প্রতি শুক্রবার দূতাবাসে উপস্থিত সেবা-প্রত্যাশীদের উপস্থিতিতে প্রজেক্টরের মাধ্যমে অনলাইন এপয়েন্টমেন্ট প্রদান কার্যক্রম সরাসরি (live streaming) প্রদর্শন করে আসছে। এবারই প্রথম ফেসবুকের মাধ্যমে এপয়েন্টমেন্ট প্রদান কার্যক্রম সরাসরি  প্রচার (live streaming) করা হয়েছে। অনুষ্ঠানে আমন্ত্রিত সামাজিক-রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকসহ সকলেই এপয়েন্টমেন্ট প্রদান প্রক্রিয়ার স্বচ্ছতা ও কারগরি বিষয়টি  সাধারণের কাছে সহজভাবে তুলে ধরার জন্য দূতাবাসের এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানান। উল্লেখ্য, এসময় নিয়মিত কন্স্যুলার ও পাসপোর্ট সেবা কার্যক্রমও অব্যাহত ছিল।

2021-02-12
Press Release - Appointment-Live Streaming.pdf Press Release - Appointment-Live Streaming.pdf
Download