মাস্কাট, ০৪ নভেম্বর ২০২৩:
বাংলাদেশ দূতাবাস, মাস্কাটে ০৪ নভেম্বর ২০২৩ তারিখ যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সাথে ‘জাতীয় সংবিধান দিবস’ পালিত হয়েছে।
অনুষ্ঠানের প্রারম্ভে ‘জাতীয় সংবিধান দিবস’ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বানী পাঠ করে শোনানো হয়। এরপর দিবসটি তাৎপর্য তুলে ধরে মান্যবর রাষ্ট্রদূত মহোদয় বক্তব্য প্রদান করেন। তাঁর বক্তব্যের শুরুতেই তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। এছাড়াও তিনি মহান মুক্তিযুদ্ধে সকল শহীদ ও জাতীয় চার নেতার অবদানের কথা স্বশ্রদ্ধচিত্তে স্মরণ করেন। তাঁর বক্তব্যে তিনি আরও বলেন, স্বাধীনতার পর পরই দেশ পূর্ণগঠনের অংশ হিসেবে এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ও ঐকান্তিক প্রচেষ্ঠায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পবিত্র সংবিধান রচিত হয়েছিল। মাত্র ০১ বছরের কম সময়ে সংবিধান রচনা ও কার্যকর করা বিশ্বের ইতিহাসে বিরল ঘটনা। তিনি ‘জাতীয় সংবিধান দিবস’ এর তাৎপর্যের উপর আলোকপাত করেন এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন প্রতিষ্ঠায় সংবিধানের মর্যাদা অক্ষুন্ন রাখতে দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।