তিমুর-লেস্তের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. মোমেনের বৈঠক অনুষ্ঠিত
ঢাকা, ০৫ আগস্ট ২০২২:
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গতকাল (বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০২২) কম্বোডিয়ার রাজধানী নমপেনে তিমুর-লেস্তের পররাষ্ট্রমন্ত্রী মিস অ্যাডালজিজা আলবার্টিনা রেইস ম্যাগনোর সাথে সৌজন্য বৈঠক করেছেন।
বৈঠকে উভয় মন্ত্রী দুই দেশের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এসময় দুদেশের পারস্পরিক সুবিধার বিভিন্ন বিষয়, রোহিঙ্গা প্রত্যাবাসন, বাংলাদেশ শান্তিরক্ষা বাহিনী, দারিদ্র্য বিমোচন, গণশিক্ষা, নারীর ক্ষমতায়ন, কৃষি গবেষণা, মৎস্য, পশুসম্পদ ও পোল্ট্রি শিল্প, ডিজিটালাইজেশন, যুব উন্নয়ন, শিক্ষার্থী বিনিময় কর্মসূচি, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে অধিকতর সহযোগিতার প্রয়োজনীয়তার বিষয়ে উভয় দেশের মন্ত্রী আলোচনা করেন।
ড. মোমেন উভয় দেশের বিদ্যমান সম্পর্ক আরো জোরদার করতে উচ্চ পর্যায়ের রাজনৈতিক ও সরকারি নিয়মিত সফর বিনিময়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তারা সামনের দিনগুলিতে উভয় দেশের মধ্যে আরো দক্ষ অংশীদারিত্বের লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের প্রত্যাশা ব্যক্ত করেন। বৈঠকে কম্বোডিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, পররাষ্ট্র মন্ত্রণালয়ের আঞ্চলিক সংস্থা শাখার মহাপরিচালক (রিজিওনাল অর্গানাইজেশন) ও উভয় দেশের কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ড. মোমেন ২৯তম আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে বর্তমানে কম্বোডিয়া সফরে রয়েছেন।