Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 27th March 2023
Press Release

কাঠমান্ডুতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

 

২৬ মার্চ ২০২৩, কাঠমান্ডু:

 

কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাস স্বাধীনতার ৫২তম বার্ষিকী ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় এবং উৎসবমুখর পরিবেশে উদযাপন করেছে।  সকালে দূতাবাস প্রাঙ্গনে রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী কর্তৃক জাতীয় পতাকা উত্তোলিত হয় এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদবৃন্দ এবং গৌরবময় মুক্তিযুদ্ধে অংশগ্রহনকারী বীর শহিদদের রুহের মাগফেরাত এবং দেশের শান্তি, মঙ্গল ও উন্নয়নের জন্য বিশেষ প্রার্থনা করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় এই দিবস উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বানী সমূহ পাঠ করা হয়।

 

ইতোপূর্বে ২০ মার্চ ২০২৩ তারিখে দূতাবাস একটি কূটনৈতিক সংবর্ধনার আয়োজন করে। নেপালের উপ-প্রধানমন্ত্রী জনাব নারায়ন কাজী শ্রেষ্ঠা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে প্রখ্যাত রাজনীতিবিদগণ, কূটনৈতিক কোরের সদস্যবৃন্দ, সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের সদস্যবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং বাংলাদেশ কমিউনিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। 

2023-03-26
Download