১৩ জুলাই ২০২০:
বিসিএস (পুলিশ) ক্যাডারের ২২ ব্যাচের কর্মকর্তা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আজ ভোর ০৩.৪১-টায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালেচিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর অকাল ও আকষ্মিক মৃত্যুতে বাংলাদেশ ফরেন সার্ভিস এসোসিয়েশন শোকাবিভূত এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে। মহান আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুন।
জনাব মো. মিজানুর রহমান এর আগে ঝিনাইদহের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। একজন দায়িত্ববান পুলিশ কর্মকর্তা এবং সাহসী যোদ্ধা হিসেবে এ ভাইরাসের সংক্রমণের শুরু থেকে নগরবাসীকে রক্ষায় তিনি ভূমিকা পালন করে আসছিলেন। তাঁর প্রয়াণে পরিবারে যে অসীম শূন্যতা তৈরি হয়েছে তাতে বাংলাদেশ ফরেন সার্ভিস এসোসিয়েশন শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা, সহমর্মিতা এবং একাত্মতা প্রকাশ করছে।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে বাংলাদেশ পুলিশের সকল সদস্য,স্বাস্হ্যকর্মী, সামরিক বাহিনী, মাঠ প্রশাসন সহ করোনা প্রতিরোধে যারা সম্মুখে থেকে দেশবাসীকে সেবা দিয়ে যাচ্ছেন তাঁদের প্রতি বাংলাদেশ ফরেন সার্ভিস এসোসিয়েশন গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছে এবং করোনাকালীন এই কঠিন সময়ে দেশবাসীকে সেবা প্রদান করতে গিয়ে পুলিশের যে সকল সদস্য অকাল মৃত্যুবরণ করেছেন, তাঁদের আত্মার মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাএবং সহমর্মিতা প্রকাশ করছে।