১৫ আগস্ট ২০২৩, কাঠমান্ডু:
কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাস বিনম্র শ্রদ্ধায় ও যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালন করেছে। সকালে দূতাবাস প্রাঙ্গণে রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী কর্তৃক জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শোক দিবসের কর্মসূচি শুরু হয়। দূতাবাস প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী ও কাঠমান্ডুতে বসবাসকারী বাংলাদেশ কমিউনিটির সদস্যগণ ও তাদের পরিবারবর্গ। জাতির পিতা ও ১৫ আগস্টের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহিদ সদস্যদবৃন্দ ও ১৫ আগস্টের শহিদদের এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী শহিদদের রুহের মাগফেরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয় ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দিবসটির তাৎপর্য নিয়ে আয়োজিত আলোচনা সভায় দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণীসমূহ পাঠ করা হয় । এরপরে জাতির পিতার গৌরবোজ্জ্বল কর্মময় জীবন ও ১৫ আগস্টের ভয়াল কালরাতের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র ‘বাঙ্গালীর কালরাত’ প্রদর্শিত হয়। আয়োজিত আলোচনা সভায় বক্তাগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, ত্যাগ এবং জীবনাদর্শ ও একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠনে তাঁর অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তাঁরা বলেন যে, ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তাঁর আদর্শ, স্বপ্ন এবং দর্শনকে হত্যা করতে পারেনি, এবং তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ সোনার বাংলা বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে।
সমাপনী বক্তব্যে রাষ্ট্রদূত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং স্বাধীন বাংলাদেশ গঠনে বঙ্গবন্ধুর দূরদর্শী, বলিষ্ঠ ও ঐন্দ্রজালিক নেতৃত্বকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি বলেন যে, অসাধারণ সাংগঠনিক ক্ষমতার অধিকারী বঙ্গবন্ধু সারা জীবন নির্যাতিতদের জন্য সংগ্রাম করেছেন। রাষ্ট্রদূত দেশের উন্নয়নে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অংশ গ্রহণ করার আহ্বান জানান ।