Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 5th February 2019
Press Release

ইন্দোনেশিয়া রোহিঙ্গা সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবে- ড. মোমেনের সাথে সাক্ষাৎকালে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ০৪.০২.১৯:

ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী Retno Lestari Priansari Marsudi বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের সাথে জাতীয় সংসদ ভবনে আজ সাক্ষাৎ করেন। এসময় ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক ও বহুপাক্ষিক কাঠামোর আওতায় রোহিঙ্গা সমস্যা সমাধানে আরো কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।  

ইন্দোনেশিয়ার মন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে বর্তমান সরকারকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরো উন্নয়নের আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে প্রিফারেনশিয়াল ট্রেড এগ্রিমেন্ট বিষয়ে আলোচনা এ মাসেই শুরু হচ্ছে জেনে উভয় মন্ত্রীই সন্তোষ প্রকাশ করেন । তাঁরা আশা প্রকাশ করেন যে, খুব শীঘ্রই চুক্তিটি চুড়ান্ত করা সম্ভব হবে।

এছাড়া ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় বঙ্গবন্ধু স্যাটেলাইটে ক্যারিয়ার মনিটরিং সিস্টেম স্থাপনের জন্য ইন্দোনেশিয়ার সরকারের অনুমোদন ত্বরান্বিত করার জন্য ইন্দেনেশিয়ার মন্ত্রী Retno Lestari Priansari Marsudi কে অনুরোধ করেন ড. এ. কে. আব্দুল মোমেন। এ মনিটরিং সিস্টেম কার্যকর হলে এ অঞ্চলের বিভিন্ন দেশের জনগণ স্যাটেলাইট কেন্দ্রিক নানা ধরনের সুবিধা পাবে।

2019-02-04
Download