Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 17th December 2023
Press Release

বাংলাদেশ দূতাবাস, ব্যাংককে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৩ পালন

 

ব্যাংকক, ১৪ ডিসেম্বর ২০২৩:

 

বাংলাদেশ দূতাবাস, ব্যাংকক আজ যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৩ পালন করে। উক্ত অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এরপর শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে নিজ নিজ ধর্মমতে দোয়া ও প্রার্থনা করা হয়। দিবসটি উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করেন যথাক্রমে দূতাবাসের মিনিস্টার (রাজনৈতিক) ও মিশন উপপ্রধান মিজ মালেকা পারভীন, এনডিসি এবং মিনিস্টার (কনস্যুলার) জনাব হাসনাত আহমেদ। 

 

অনুষ্ঠানে দূতাবাসের মিনিস্টার (কনস্যুলার) জনাব হাসনাত আহমেদ শহীদ বুদ্ধিজীবী দিবস এর উপর আলোচনা পর্বে অংশগ্রহণকরেন। তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন, বিশ্বের বিভিন্ন দেশে যুগে যুগে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে। তিনি আরো বলেন, বাঙালি জাতিকে মেধাশূন্য করতেই পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। বুদ্ধিজীবীদের স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন স্বার্থক হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

 

মান্যবর রাষ্ট্রদূত জনাব মোঃ আব্দুল হাই তাঁর বক্তব্যের শুরুতে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।  তিনি তাঁর বক্তব্যে বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের কালো রাত থেকে শুরু করে ১৯৭২ সালের জানুয়ারি মাস পর্যন্ত বাংলাদেশে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। এ দেশীয় দোসরদের সহযোগিতায় পাক হানাদার বাহিনী কর্তৃক অসংখ্য বাঙালি বুদ্ধিজীবীদের হত্যাকান্ড বিষয়ে আরও তথ্য সংগ্রহ ও গবেষণার প্রয়োজন রয়েছে মর্মে তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন।

 

শহীদ বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান জনাব মোঃ মাসূমুর রহমান। 

 

এর আগে এদিন সকালে ব্যাঙ্ককস্থ এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি(এআইটি) এর এক গ্র্যাজুয়েশন সেরেমনিতে অংশগ্রহণের পূর্বে দূতাবাসের মিশন উপপ্রধান মিজ মালেকা পারভীন এআইটির বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সাথে শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য নিয়ে এক সংক্ষিপ্ত আলোচনায় মিলিত হন।

2023-12-14
Download