ঢাকা, ১০ ডিসেম্বর ২০২০:
বীরমুক্তিযোদ্ধা, সাবেক রাষ্ট্রদূত ও সেক্টর কমান্ডার্স ফোরামের সহ-সভাপতি আনোয়ার উল আলম শহীদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম।
এক শোক বার্তায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে আনোয়ার উল আলম শহীদের অবদান অবিস্মরণীয়। তাঁর মৃত্যুতে জাতি একজন শ্রেষ্ঠ সন্তানকে হারালো। শাহরিয়ার আলম উল্লেখ করেন, কুটনীতিক হিসেবেও তিনি দক্ষতার সাথে তাঁর দায়িত্ব পালন করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।