Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 7th November 2022
Press Release

ব্রুনাইয়ে বাংলাদেশ হাইকমিশন কর্তৃক ‘জাতীয় সংবিধান দিবস’ যথযোগ্য মর্যাদায় পালন

 

০৭ নভেম্বর ২০২২, বন্দর সেরি বেগাওয়ান:

 

ব্রুনাইয়ের বন্দর সেরি বেগাওয়ানে বাংলাদেশ হাইকমিশনে প্রথম বারের মত যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় সংবিধান দিবস’ পালিত হয়েছে। এই বিশেষ দিবস উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত বানী পাঠ করে শোনান ব্রুনাইয়ে বাংলাদেশ হাইকমিশনার নাহিদা রহমান সুমনা। ‘জাতীয় সংবিধান দিবস’ এর গুরুত্ব ও তাৎপর্যের উপরে বক্তব্য রাখতে গিয়ে হাইকমিশনার উল্লেখ করেন যে, স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠাতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অপরিসীম অবদান যেমন অনস্বীকার্য, ঠিক তেমনি তারই নেতৃত্বে যুদ্ধ বিধ্বস্ত ও সদ্য স্বাধীন বাংলাদেশ নামক দেশটির পুনর্গঠন ও পরিচালনার জন্য সংবিধান রচিত হয়েছিল। সেই সংবিধান অনুসরন করে জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ এগিয়ে চলেছে এবং স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে পৌছে যাবার প্রস্তুতি নিচ্ছে। এজন্য বাংলাদেশ সরকার কর্তৃক ০৪ নভেম্বর তারিখ-কে ‘জাতীয় সংবিধান দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে। আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠা এবং গণমানুষের মৌলিক অধিকার সংরক্ষণের জন্য এই দিবসটির গুরুত্ব অপরিসীম।  

2022-11-07
Download