Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 4th June 2020
Press Release

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী‘র উপহার হিসাবে পাঠানো খাদ্যসামগ্রী টাওয়ার হেমলেটসের ফুড ব্যাংকে প্রদান করলো বাংলাদেশ হাই কমিশন লন্ডন

 

লন্ডন, ৩ জুন ২০২০ঃ 

 

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের উপহার হিসাবে পাঠানো খাদ্যসামগ্রী বাংলাদেশ হাই কমিশন লন্ডন গতকাল মঙ্গলবার টাওয়ার হেমলেটসের ফুড ব্যাংকে হস্তান্তর করেছে।

 

হাই কমিশনের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা টাওয়ার হেমলেটসের ডেপুটি স্পিকার কাউন্সিলর মোহাম্মদ আহবাব হোসেনের কাছে এ খাদ্য সামগ্রী হস্তান্তর করেন। এ সময় অন্যান্যের মধ্যে মাইল এন্ড ওয়ার্ডের কাউন্সিলর আসমা ইসলাম এবং রেভারেন্ড জেমস উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে বাংলাদেশে উৎপাদিত আন্তর্জাতিক মানসম্পন্ন শুকনো খাবার।

 

মোহাম্মদ আহবাব হোসেন বলেন, এসব খাদ্য সামগ্রী কোভিড-১৯ টিম, মাইল এন্ড এবং কেয়ার হাউজ ফুড ব্যাংকসহ টাওয়ার হেমলেটসের অনুমোদিত ও তালিকাভূক্ত বিভিন্ন ফুড ব্যাংকের স্বেচ্ছাসেবকদের মাধ্যমে কমিউনিটির বয়োবৃদ্ধ ও খাদ্য সহায়তা প্রয়োজন এমন মানুষদের ঘরে পৌঁছে দেয়া হবে।

 

ডেপুটি স্পিকার খাদ্য সামগ্রী উপহার হিসাবে দেয়ার জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে এবং এসব খাবার টাওয়ার হেমলেটসের ফুড ব্যাংকে হস্তান্তরের জন্য বাংলাদেশ হাই কমিশন লন্ডনকে ধন্যবাদ জানান। 

2020-06-03
Download