জাকার্তা, ১৪ ডিসেম্বর ২০২৩:
বাংলাদেশ দূতাবাস, জাকার্তায় চার্জ দ্য অ্যাফেয়ার্স-এর সভাপতিত্বে বিনম্র শ্রদ্ধায় “শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৩” পালন করা হয়েছে। দূতাবাস প্রাঙ্গনে “শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৩” উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
পবিত্র কোরআন হতে তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর দিবসটি উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত বাণী পাঠ করে শুনানো হয়।
উক্ত অনুষ্ঠানের আলোচনা সভায় চার্জ দ্য অ্যাফেয়ার্স তার বক্তব্যে বলেন যে, দেশের খ্যাতনামা বুদ্ধিজীবীদের নির্মম হত্যাকান্ড ছিল জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি শহিদ বুদ্ধিজীবী দিবসের ত্যাগ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধ হয়ে শহিদ বুদ্ধিজীবীদের রেখে যাওয়া আদর্শ ও পথকে অনুসরণ করে একটি অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক সুখী-সমৃদ্ধ, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ গড়তে সকলকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার আহবান জানান।
অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারের শহিদ সদস্যবৃন্দ, মহান স্বাধীনতা যুদ্ধে শহিদ বুদ্ধিজীবীগণ এবং অন্যান্য শহিদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে যোগদানকৃত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে চার্জ দ্য অ্যাফেয়ার্স অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।